Seasonal Cough and Cold: ঋতু পরিবর্তন মানেই ঠান্ডা লাগা এবং সর্দিকাশি? রেহাই পেতে রইল কিছু ঘরোয়া টোটকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
পুজো শেষ মানেই বাতাসে শীতের হাল্কা আমেজ (season change)৷ হেমন্তে কখনও মনে হয় ফ্যানের হাওয়া ভাল লাগছে৷ আবার কখনও বা সারা গায়ে হাল্কা শিরশিরানি৷
এই সময়েই ঠান্ডা লাগার প্রবণতা বেশি৷ মরসুমি সর্দিকাশিতে আক্রান্ত হওয়ার হারও বেশি৷ আসুন, দেখে নিই ঘরোয়া উপায়ে কীভাবে এর প্রতিকার করা যায় (home remedies to combat seasonal flu)৷
বেসনের সঙ্গে ঘি, দুধ, হলুদ, গোলমরিচ মিশিয়ে তৈরি করুন ‘বেসন কা শিরা’৷ গরম গরম এই মিশ্রণ পা করলে গলা এবং বন্ধ নাকের পক্ষে আরামদায়ক ৷ ইচ্ছে হলে সঙ্গে মিশিয়ে নেওয়া যায় আদা এবং হলুদও৷ অসুখ সারানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এই পানীয়৷advertisement
advertisement
বাড়িতেই তৈরি করুন ‘কফ ড্রপ’৷ আদা, মধু এবং লেবু হল এর প্রধান উপকরণ ৷ এদের উপকরিতাও প্রচুর ৷ মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ৷
পান করতে পারেন হলদি দুধ অথবা হলুদ মেশানো দুধ ৷ হলুদ একইসঙ্গে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল ৷ আয়ুর্বেদ শাস্ত্রে মরসুম পরিবর্তনের সময় এই মিশ্রণ দিনে দু’বার খেতে বলা হয়৷advertisement
বাড়িতে বিভিন্ন উপায়ে তৈরি করা যায় ‘কড়হা’৷ কোভিড আক্রমণের সময় আমরা অনেকেই কমবেশি এই পানীয় পান করেছি৷ এই টোটকার অন্যতম উপাদান তুলসি ও হলুদ৷ দু’টি উপাদানেরই রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর৷ ঘন ঘন ঠান্ডা লাগার হাত থেকে রেহাই পেতে পান করুন এই পানীয়৷advertisement
গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে৷ যে কোনও সংক্রমণ এবং শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দূর করে ভিটামিন এ৷
মরসুম পরিবর্তনের সময় ডায়েটে রাখুন গাজরের রস৷ ঠান্ডা লাগার সমস্যা এবং ফ্লুয়ের সংক্রমণ থেকে প্রতিরোধ গড়ে তোলে ভিটামিন এ ৷স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2021 10:23 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Seasonal Cough and Cold: ঋতু পরিবর্তন মানেই ঠান্ডা লাগা এবং সর্দিকাশি? রেহাই পেতে রইল কিছু ঘরোয়া টোটকা

