ফ্যাটি লিভারের সমস্যা কিন্তু মারাত্মক ! লিভার ট্রান্সপ্ল্যান্টও এর ফলে কঠিন

Last Updated:
#কলকাতা: ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে, এমন মানুষের সংখ্যা এখন অনেক বেশি ৷ এই সমস্যাকে অনেকেই সেভাবে গুরুত্ব দেন না ৷ কিন্তু ফ্যাটি লিভারের জন্য শরীরে যে কতধরণের সমস্যা দেখা দিতে পারে ৷ তা না জানলে কিন্তু বিপদ ৷ সময় মতো সতর্ক না হলে সিরোসিস অফ লিভার হওয়ারও সম্ভাবনা রয়েছে ৷ তখন চিকিৎসা করা আরওই কঠিন হয়ে দাঁড়ায় ৷ তাই ফ্যাটি লিভারের সমস্যাকে অবহেলা না করে অবশ্যই গুরুত্ব দিন ৷
এছাড়া ওবেসিটি সমস্যা যেভাবে মানুষের বাড়ছে, তাতে লিভারের রোগও দিন দিন বাড়ছে ৷ ফ্যাটি লিভারের জন্য লিভার ট্রান্সপ্ল্যান্ট করাও কঠিন হয়ে দাঁড়ায় ৷ লিভার প্রতিস্থাপণের চাহিদা থাকলেও অনেকসময় ডোনরই খুঁজে পাওয়া কঠিন ফ্যাটি লিভার থাকলে ৷ ROTTO-র হিসেব অনুযায়ী কলকাতায় লিভার ট্রান্সপ্ল্যান্টের সংখ্যা উত্তর ও দক্ষিণ ভারতের তুলনায় অনেকটাই কম ৷ দিল্লিতে ৭০-৮০ শতাংশ রোগী মাসে লিভার ট্রান্সপ্ল্যান্ট করান ৷ পূর্ব ভারতে সেই সংখ্যাটা একবারেই কম ৷
advertisement
কলকাতার সিকে বিড়লা হাসপাতালের Dr. Simmardeep Gill জানান, ‘‘ যেভাবে লিভারের রোগের সংখ্যা দিন দিন বাড়ছে তার জন্য লিভার ট্রান্সপ্ল্যান্ট করার প্রয়োজনীয়তা বাড়ছে ৷ আমাদের হাসপাতালে সেরা ডাক্তার এবং অত্যাধুনিক ইক্যুয়েপমেন্ট রয়েছে লিভার ট্রান্সপ্ল্যান্টের ৷ আশা করব আগামী দিনে আরও অনেক বেশি সংখ্যায় লিভার সমস্যায় ভুগছেন এমন রোগীদের চিকিৎসা আমরা করতে পারব ৷ রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছ থেকে সম্প্রতি লিভার ট্রান্সপ্ল্যান্টের লাইসেন্সও পেয়েছে CMRI ৷  ’’
advertisement
advertisement
প্রস্রাবের রং অতিরিক্ত মাত্রায় গাঢ় হলুদ হলে তা ফ্যাটি লিভারের প্রাথমিক লক্ষণ হতে পারে ৷ যদি অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠেন বা সারাদিন খুব ক্লান্ত লাগে, তাহলে তা ফ্যাটি লিভারের সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে। ত্বক অস্বাভাবিক শুষ্ক হতে পারে ৷ পেট খারাপ না হলেও মাঝেমধ্যে পেটে ব্যথা অনুভব হতে পারে ৷ ফ্যাটি লিভারের সমস্যায় শরীরের পেশী ক্ষয় হতে থাকে। এর পাশাপাশি পেটের মেদ বা ভুঁড়ি যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে অবশ্যই ফ্যাটি লিভার হয়েছে কিনা তা পরীক্ষা করিয়ে নিন। ফ্যাটি লিভার ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভাসে পরিবর্তন আনুন ৷
advertisement
আরও দেখুন-
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ফ্যাটি লিভারের সমস্যা কিন্তু মারাত্মক ! লিভার ট্রান্সপ্ল্যান্টও এর ফলে কঠিন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement