Orphan Girl's Wedding: অসংখ্য ইন্টারভিউ নিয়ে ঠিক হল পাত্র! বিয়ে করে নতুন জীবনে পা আশ্রমের অনাথ তরুণীর

Last Updated:

Orphan Girl's Wedding: তাঁর জন্য পাত্র ঠিক করা হয়েছে ইন্টারভিউ নিয়ে। তার পর চিরাচরিত বিয়ের সব রীতিনীতি মেনে গাঁটছড়া বেঁধেছেন করিশ্মা।

তাঁর জন্য পাত্র ঠিক করা হয়েছে ইন্টারভিউ নিয়ে
তাঁর জন্য পাত্র ঠিক করা হয়েছে ইন্টারভিউ নিয়ে
হরিয়ানা : মাঘ মাসে বিয়ের ভরা মরশুমে ঘটে গেল এক অভিনব বিয়ে। ছক ভাঙা সেই বিয়েতেই সাতপাকে বাঁধা পড়লেন হরিয়ানা রোহতকে শিশু আশ্রমের বাসিন্দা করিশ্মা। তাঁর জন্য পাত্র ঠিক করা হয়েছে ইন্টারভিউ নিয়ে। তার পর চিরাচরিত বিয়ের সব রীতিনীতি মেনে গাঁটছড়া বেঁধেছেন করিশ্মা। তাঁর বিয়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
নিজের প্রকৃত বাবা মাকে না চেনা, না জানা করিশ্মা ছোট থেকেই বড় হয়ে উঠেছেন ওই আশ্রমে। সামনেই তাঁর ক্লাস টুয়েলভের পরীক্ষা। তিনি বিয়ের ইচ্ছে প্রকাশ করতেই উদ্যোগী হন আশ্রম কর্ত্ৃপক্ষ। তাঁদের পাশে সক্রিয় এবং সর্বতোভাবে ছিলেন প্রশাসনিক কর্তারা।
advertisement
রোহতক জেলার ডেপুটি কমিশার অজয় কুমার জানিয়েছেন, তাঁরা করিশ্মার ইচ্ছে পূরণ করার জন্য চেষ্টার ত্রুটি রাখেননি। তরুণীর জন্য যোগ্য জীবনসঙ্গী এবং সেরা নতুন পরিবার খুঁজে দিতে তাঁরা একের পর এক ইন্টারভিউ নিয়েছেন। ডিএলএসএ এবং শিশুকল্যাণ কর্ত্ৃপক্ষও এই উদ্যোগে শামিল হয়েছিলেন।
advertisement
আরও পড়ুন : কলকাতা থেকে কি বিদায় নিল শীত? নাকি ফিরবে হাড়কাঁপানো ঠান্ডা? জানুন রাজ্যে কোথায়, কবে বৃষ্টির পূর্বাভাসও
অনাথাশ্রমে পালিত করিশ্মার বিয়েতে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসনের কর্তাব্যক্তিরা। নবদম্পতিকে আশীর্বাদ করেন বিচারক এবং জেলাশাসক। ১৯ বছর বয়সি করিশ্মা আজন্ম বড় হয়েছেন অনাথাশ্রমে। সেখানেই তাঁকে রেখে যাওয়া হয়েছিল। পরে রোহতকের ঠিকানায় রেশনকার্ড পান তিনি। চালিয়ে যান লেখাপড়া। আগামী মাসে বসবেন ক্লাস টুয়েলভের চূড়ান্ত পরীক্ষায়।
advertisement
করিশ্মার সম্বন্ধে সব তথ্য ও বিবরণ জানিয়ে সংবাদপত্রে বিয়ের বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপন দেখে আগ্রহী হন একাধিক পাত্রপক্ষ। তার পর পাত্রদের ইন্টারভিউ নেওয়ার পর চূড়ান্ত করা হয় করিশ্মার জীবনসঙ্গীকে। অনাথাশ্রম থেকে এ বার নতুন জীবনের পথে পা রাখলেন করিশ্মা।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Orphan Girl's Wedding: অসংখ্য ইন্টারভিউ নিয়ে ঠিক হল পাত্র! বিয়ে করে নতুন জীবনে পা আশ্রমের অনাথ তরুণীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement