Habit of Drinking Water: খাওয়ার আগে না পরে জল খাবেন? জানুন ডাক্তারের পরামর্শ
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Habit of Drinking Water: খেতে বসে অতিরিক্ত জল খেলে পাকস্থলীতে বেশি পরিমাণে অ্যাসিড তৈরি হয়
অনির্বাণ রায়, শিলিগুড়ি : অনেকেরই খাবার খাওয়ার সময় জল খাওয়ার অভ্যাস রয়েছে। কেউ বা খাওয়ার একদম আগে বা পরে জল খান। এতে উপকারের থেকে অপকার বেশি হতে পারে। এই সময় জল খেলে পেটে উপস্থিত অ্যাসিড নিজের কাজটি ঠিকমতো করতে পারে না। ফলে খাবার সহজে হজম হয় না। ড: রম্যদীপ্ত বৈদ্য জানান, “খেতে বসে অতিরিক্ত জল খেলে পাকস্থলীতে বেশি পরিমাণে অ্যাসিড তৈরি হয়। যেখান থেকে খাবার হজমে সমস্যা দেখা দেয়। সবথেকে ভাল, যদি খাবার খাওয়ার কিছু সময় আগে এক গ্লাস জল খাওয়া হয়। এতে হজম ক্ষমতা ভাল হয়।” যদিও পুষ্টিবিদরা এও জানিয়েছেন, খাওয়ার মাঝে এক চুমুক করে জল খাওয়া মোটেই অস্বাস্থ্যকর নয়, যদি না তা কার্বোনেটেড ড্রিংকস হয়।
পুষ্টিবিদদের মতে, খাবার খাওয়ার সময় ঘন ঘন জল খাওয়ার অভ্যাস ছাড়তে পারলেই ভাল। সেক্ষেত্রে ঘড়ি ধরে জল খাওয়াটা বুদ্ধিমানের কাজ। অর্থাৎ খাওয়ার ৩০ মিনিট আগে বা খাওয়ার ৩০ মিনিট পরে জল খান। এই নিয়মেই উপকার বেশি। আর যাঁদের ওজন স্বাভাবিকের থেকে বেশি, তাঁরা অবশ্যই খাওয়ার আগে জল খান। এতে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকতে পারে। একইভাবে খাওয়ার ৩০ মিনিট পর জল খেলে বাড়বে হজম ক্ষমতা। এমনকি কোষ্ঠকাঠিন্য-সহ পেটের একাধিক রোগ এড়িয়ে চলা সম্ভব হবে।
advertisement
advertisement
খাওয়ার আগে বা পরে যখনই জল খান সেটা যাতে ঈষদুষ্ণ থাকে সেদিকে খেয়াল রাখতে পারলে ভাল। ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল সবথেকে ভাল বিপাকের কাজ করতে পারে। ফলে হজম হয় তাড়াতাড়ি। তাই যে কোনও ভারী খাবার খাওয়ার পর অন্তত এক গ্লাস ঈষদুষ্ণ জল খেতে বলা হয়। তবে খাওয়ার পর কফি খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন নিয়ম করে ২.৫ লিটার জল খেতেই হবে। প্রয়োজনে এর থেকেও বেশি জল খেতে পারেন। তাই বলে খুব বেশি জল কিন্তু চলবে না। সবথেকে ভাল যদি প্রতি ঘণ্টায় একগ্লাস করে জল খেতে পারেন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2023 10:54 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Habit of Drinking Water: খাওয়ার আগে না পরে জল খাবেন? জানুন ডাক্তারের পরামর্শ