Day Outing Plan: গঙ্গার বুকে ক্রুজে চেপে গঙ্গারতি, বাউল গান, দেদার খাওয়াদাওয়া, কবে শুরু পরিষেবা? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Day Outing Plan: আড়াই ঘণ্টায় গঙ্গাবিহার। গঙ্গা আরতি, বাউল গানের সঙ্গে ফুচকা, ঝালমুড়ি-সহ নানা খাবারের আয়োজন। গঙ্গা আরতি বা বাউল গান চাক্ষুষ করার অভিজ্ঞতা...
হাওড়া: প্রায় আড়াই ঘণ্টায় গঙ্গাবিহার। গঙ্গা আরতি, বাউল গানের সঙ্গে ফুচকা, ঝালমুড়ি-সহ নানা খাবারের আয়োজন। গঙ্গা আরতি বা বাউল গান চাক্ষুষ করার অভিজ্ঞতা বহু মানুষের রয়েছে। তবে গঙ্গায় ভেসে থেকে সম্পূর্ণ বিপরীতে থেকে গঙ্গারতি দেখার অনুভূতিই আলাদা। সেদিক থেকে এই গঙ্গা বিহারে মানুষের প্রচুর আগ্রহ থাকবে স্বাভাবিক। এবারে সেটাই আয়োজন করতে চলেছে, হুগলি নদী জলপথ পরিবহন এবং একটি বেসরকারি সংস্থা যৌথ উদ্যোগে।
সূত্রের খবর, ১ জুলাই বাবুঘাট থেকে শুরু হতে পারে গঙ্গাবিহার। এই গঙ্গাবিহারের মূল লক্ষ্য কলকাতার বাবুঘাট ও হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গারতি দেখানো। একটি বেসরকারি সংস্থার লঞ্চে গঙ্গাবিহারের উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাইয়েই বাবুঘাট থেকে এই পরিষেবার উদ্বোধন হতে পারে। শুরু হওয়ার পর চলবে নিয়মিত। আড়াই ঘণ্টার সফরে টিকিটের মূল্য কম-বেশি ৩০০ টাকা হতে পারে।
advertisement
আরও পড়ুনঃ বাড়িতে অনেকেরই থাকে, এই গাছ পাইলস-কোষ্ঠকাঠিন্যের যম! গাছ নয়, অলৌকিক ওষুধ! কীভাবে খাবেন জানুন
এই গঙ্গা বিহারে লঞ্চের রুট বাবুঘাট থেকে ছেড়ে নিমতলা ঘাট। হাওড়া ব্রিজ, মিলেনিয়াম পার্ক ঘুরিয়ে বাবুঘাটে এসে গঙ্গারতি দেখাবে সেখান থেকে সরাসরি যাবে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গারতি দেখাতে। হাওড়া রামকৃষ্ণপুর ঘাট হয়ে আবারও লঞ্চ বাবুঘাট ফিরবে। আড়াই ঘণ্টার এই সফরে থাকবে চা, স্ন্যাক্স-সহ বিভিন্ন খাবার, থাকবে ফুচকা, ঝালমুড়িও।
advertisement
advertisement
জানা গিয়েছে, এই গঙ্গা বিহারে লঞ্চে আসন সংখ্যা ৪০-৫০টির মধ্যে হতে পারে। হুগলি জলপথ পরিবহনের ডিরেক্টর অজয় দে জানান, যদিও সবে প্রাথমিক পর্যায়ে আলোচনা সম্পন্ন হয়েছে। কত ভাড়া হবে তা এখনও সম্পূর্ণরূপে নিশ্চিত হয়নি। যাত্রীদের নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব রেখে, সমস্ত কিছু ঠিক থাকলে দ্রুত বাস্তবায়িত হবে এই গঙ্গাবিহার পরিষেবা।
advertisement
রাকেশ মাইতি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2024 7:14 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Day Outing Plan: গঙ্গার বুকে ক্রুজে চেপে গঙ্গারতি, বাউল গান, দেদার খাওয়াদাওয়া, কবে শুরু পরিষেবা? জানুন