Durga Puja Fashion 2021: ষষ্ঠী থেকে দশমী, কুল-ক্যাজুয়াল থেকে সাবেকি লুক! রইল ছেলেদের পুজোর ফ্যাশন গাইড

Last Updated:

উৎসবের একেবারে প্রথম দিনে বেছে নেওয়া যেতে পারে কুল আর ক্যাজুয়াল পোশাক৷

#কলকাতা: গোটা এক বছরের অপেক্ষার অবসান হতে চলেছেন৷ ইতিমধ্যেই দেবীপক্ষও পড়ে গিয়েছে৷ ফলে নামীদামি পুজো প্যান্ডেলগুলোর উদ্বোধনও সারা৷ এখন শেষ মুহূর্তের শপিংয়ের ব্যস্ততা, শপিং মল কিংবা ছোট-বড় দোকানগুলিতে এবং স্পা-পার্লার-সালঁগুলিতে উপচে পড়া ভিড়- আর এই সবই বুঝিয়ে দিচ্ছে যে, দুর্গাপুজো (Durga Puja) এক্কেবারে দোরগোড়ায়৷
আরও পড়ুন- মুখের মেদ এবং ডাবল চিনে বয়স্ক দেখাচ্ছে? স্লিম মুখের সৌন্দর্য ফিরে পেতে রইল টিপস
পুজোতে কোন দিন কে কোনটা পরবেন, তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন অনেকে৷ অনেকের আবার শপিং পুরোপুরি হয়েও ওঠেনি৷ এই পোশাকের বিষয়ে সব সময় একটা কথাই কানে আসে যে, মেয়েদের তো প্রচুর অপশন! এক দিন শাড়ি, তো এক দিন শর্ট ড্রেস, আবার এক দিন গাউন- অর্থাৎ পুজোর সব দিনে মেয়েরা নানা ধরনের পোশাক বাছতে পারে৷ কিন্তু ছেলেদের ওই একঘেয়ে শার্ট আর প্যান্ট! একটা নতুন কিছু পরে নিলেই হল! আসলে সে ভাবে তো কোনও অপশনই নেই ছেলেদের জন্য! কে বলছে, ছেলেদের পোশাকের অপশন নেই? আসুন, আমরাই মুশকিল আসান করে দিই৷ এখানে রইল ছেলেদের পুজোর ফ্যাশন গাইড৷
advertisement
ষষ্ঠীতে কুল-ক্যাজুয়াল:
advertisement
ষষ্ঠী থেকেই পুজো শুরু হয়ে যায়৷ আর কলকাতার অফিসগুলিতে মোটামুটি ষষ্ঠীর পরেই ছুটি পড়ে যায়৷ তাই উৎসবের একেবারে প্রথম দিনে বেছে নেওয়া যেতে পারে কুল আর ক্যাজুয়াল পোশাক৷ সাদা সব সময়ই সুন্দর৷ আর সব জায়গায় এই রঙ পরে যাওয়া যেতে পারে৷ তাই ষষ্ঠীতে সাদা অথবা যে কোনও হালকা রঙের ক্যাজুয়াল শার্ট দারুণ মানাবে৷ আর শার্টের উপর যদি হালকা সুতোর কাজ থাকে, তা হলে তো একেবারে জমে যাবে৷ এর সঙ্গে অবশ্যই একটু গাঢ় রঙের প্যান্ট বা ট্রাউজার বাছতে হবে৷ সঙ্গে পরে নেওয়া যায় সাদা স্নিকার্স৷ ব্যস, ষষ্ঠী লুক রেডি!
advertisement
সপ্তমীতে ক্যাজুয়াল-রেট্রো:
সপ্তমী থেকে অফিস ছুটি৷ তাই মূলত রাতেই বন্ধুদের সঙ্গে পার্টি, প্যান্ডেল হপিং এই দিন থেকেই শুরু হয়ে যাবে৷ ফলে সপ্তমীতে একটু গাঢ় রঙের ফ্লোরাল প্রিন্টের অথবা সুতোর কাজ করা শার্ট বেছে নেওয়া যেতেই পারে৷ আর তার সঙ্গে কালো, বাদামি অথবা ধূসর রঙের প্যান্ট ম্যাচ করিয়ে পরে নেওয়া যায়৷ এতে একটা রেট্রো এবং স্মার্ট লুক আসবে৷ আর আমাদের টিপস, এই পোশাকের সঙ্গে একটা টুপি পরে নিলে তো কথাই নেই!
advertisement
অষ্টমীতে বাঙালি সাজে:
অষ্টমী মানেই অঞ্জলি৷ আর অষ্টমী মানেই পাঞ্জাবি-পাজামা অথবা ধুতি-পাঞ্জাবি৷ ফলে এই দিনের সাজ হবে এক্কেবারে বাঙালি ঐতিহ্য মেনেই৷ তবে যাঁরা ধুতিতে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্যও রয়েছে উপায়৷ সে ক্ষেত্রে বেছে নেওয়া যেতে পারে- স্কিন টাইট পাজামা এবং স্লিম ফিট কুর্তা৷ আর কুর্তার উপর একটা নেহরু কোট পরে নিলে তো আর কথাই নেই! কখনও এই কম্বো ট্রাই না-করে থাকলে এ বার অবশ্যই ট্রাই করে দেখা যেতে পারে৷
advertisement
নবমীতে স্টাইলিশ জিন্স-টি:
অষ্টমীতে তো ট্র্যাডিশনাল হলই! তাই নবমীতে একটু অন্য রকম৷ নবমীর জন্য বেছে নেওয়া যেতে পারে জিন্স আর তার সঙ্গে কুল টি-শার্ট৷ ছিমছাম স্মার্ট এই লুকে সব্বার নজর কাড়া যাবে৷ তবে ড্রেসের সঙ্গে মানানসই কুল ফুটওয়্যার এবং একটা সানগ্লাস পরে নিতে ভুললে চলবে না!
দশমীতে সাবেক সাজে:
advertisement
দশমী মানেই মায়ের বিদায়ের পালা৷ তাই মনটা খারাপ হয়ে যায়৷ তবে বিসর্জন আর সিঁদুরখেলার মাধ্যমে উৎসবের শেষ আনন্দটুকু শুষে নেওয়া হয়, যাতে সেই আনন্দের রেশ মনে নিয়েই আবার এক বছরের অপেক্ষার প্রহর গোনা যায়৷ তাই এই দিনের জন্য হালকা কাজের পাঞ্জাবি এবং তার সঙ্গে ধুতি বেছে নেওয়া যেতে পারে; ধুতি নিয়ে অস্বস্তি থাকলে পাজামা তো আছেই৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Fashion 2021: ষষ্ঠী থেকে দশমী, কুল-ক্যাজুয়াল থেকে সাবেকি লুক! রইল ছেলেদের পুজোর ফ্যাশন গাইড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement