পুজোর মুখে বিভিন্ন রাজ্যের শাড়ি, গয়নার দারুণ কালেকশন নিয়ে এল ‘আর্য্য ক্রিয়েশন’

Last Updated:

ঠিক পুজোর আগেই যশোর রোডের উপর খুলে গেল নতুন জামাকাপড়ের ঠিকানা । আর্য্য ক্রিয়েশন ।

#কলকাতা: পুজোর একটা আলাদা গন্ধ আছে। পূজাবার্ষিকীর পাতায়, নীল আকাশের কোলে, কাশ ফুলের দোলায়, এঁটেল মাটির পেলবতায় সেই গন্ধটা আমাদের নাকে এসে লাগে । আর এই সবকিছুর সঙ্গে ছুঁয়ে থাকে আরও একটা মিষ্টি গন্ধ। সেটা হল নতুন জামাকাপড়, গয়নাগাটির গন্ধ । যেটা একেবারে না হলেই নয় ।
কিন্তু এ বছরের পুজোটা একটি অন্যরকম । মা আসছেন, আকাশ-বাতাস-মাটি সবাই মিলে জানান দিচ্ছে তাঁর আগমণী বার্তা, দোকানে রয়েছে হরেক করমের জামা, জুতো, ব্যাগ, গয়না.... । কিন্তু সবকিছুর উপরেই চেপে গিয়েছে হাজারটা বিধিনিষেধ । প্যানডেমিকের আবহে উৎসাহে এ বছর ভাঁটা পড়েছে কিছুটা ।
advertisement
advertisement
তবু পুজোয় একটুও শপিং হবে না, তাও কি হয় ? তাই ঠিক পুজোর আগেই যশোর রোডের উপর খুলে গেল নতুন জামাকাপড়ের ঠিকানা । আর্য্য ক্রিয়েশন । তবে অন্যান্য বুটিকের থেকে একটু আলাদা এই বুটিক । এখানে শাড়ি, গয়নার পাশাপাশি পেয়ে যাবেন ঘর সাজানোর জিনিসও ।
শুধু তাই নয়, বিভিন্ন প্রদেশের, বিভিন্ন রাজ্যের, নিজস্ব শিল্পরীতি ও ভাবনাকে নিজেদের ক্রিয়েশনে জায়গা দিয়েছেন ‘আর্য্যা ক্রিয়েশন’র কর্ণধার শ্রীমতী চৈতালি সেনগুপ্ত । আজরাক, বাগড়ু থেকে শুরু করে জামদানি, তসর, কাঁথা স্টিচ, হ্যান্ডলুমের অফুরন্ত কালেকশন পাবেন এখানে । প্রতিটা শাড়ির জন্ম ইতিহাস, তার ঐতিহ্য ও তার উৎপত্তি সম্বন্ধে ক্রেতাদের জানানো হবে এখানে । দামও রয়েছে মধ্যবিত্তের হাতের মধ্যেই । ৯০০ টাকা থেকে শুরু । পাবেন ১৫ হাজার টাকা পর্যন্ত ।
advertisement
যদি যেতে চান ‘আর্য্য ক্রিয়েশন’-এ তাহলে জেনে নিন এর ঠিকানা ।
৪৫১/৬ জি. টি রোড, শিবপুর, হাওড়া, পিন- ৭১১১০২
এ ছাড়াও রয়েছে ৭৭/১২, যশোর রোড, নবতীর্থ, গ্যাস গোডাউন, শিশির কুঞ্জ (স্টার মলের বিপরীতে) কলকাতা- ৭০০১২৭
যোগাযোগ- 6290123601
ছবি : আর্য্য ক্রিয়েশনের সৌজন্যে
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোর মুখে বিভিন্ন রাজ্যের শাড়ি, গয়নার দারুণ কালেকশন নিয়ে এল ‘আর্য্য ক্রিয়েশন’
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement