Success Story: গ্রহ নক্ষত্রের অন্তরীক্ষে ডানা মেলার অপেক্ষা, ISRO থেকে বিশেষ আমন্ত্রণ এগরার দশম শ্রেণীর ছাত্রকে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Success Story: মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর প্রশিক্ষণ শিবিরে সুযোগ পেল এগরা পাবলিক স্কুলের দশম শ্রেণীর এক ছাত্র।
সৈকত শী, এগরা: মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোর প্রশিক্ষণ শিবিরে সুযোগ পেল এগরা পাবলিক স্কুলের দশম শ্রেণীর এক ছাত্র। তার এই অভাবনীয় সাফল্যে খুশি পরিবারের লোকজন থেকে স্কুলের শিক্ষক এবং সহপাঠীরা। এগরা পাবলিক স্কুলের দশম শ্রেণীর ছাত্র আদিত্যজ্যোতি কর। মাত্র ১৫ বছর বয়স। আর এই বয়সেই ভারতবর্ষের কেন্দ্রীয় মহাকাশ গবেষণা কেন্দ্র প্রশিক্ষণে ডাক পাওয়ায় উচ্ছ্বসিত সবাই।
জানা যায়, ইসরোয় ১৫ দিনের একটি প্রশিক্ষণ শিবিরে যোগ দেবে সে। অল্প বয়স থেকেই বিজ্ঞান নিয়ে আগ্রহী আদিত্যজ্যোতি। তাঁর ঝুলিতে রয়েছে রাজ্য ও জেলা স্তরের বিজ্ঞানবিষয়ক প্রচুর পুরস্কার। এই বয়সেই শিখে ফেলেছে এথিক্যাল হ্যাকিং এর মতো জটিল বিষয়। বাড়ির কম্পিউটারেই নিজেই তৈরি করেছে অপারেটিং সফটওয়্যার। মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোতে ৮ মে থেকে চলবে ওই প্রশিক্ষণ শিবির। আর সেই প্রশিক্ষণে যোগ দেওয়ার চিঠি এসেছে।
advertisement
আরও পড়ুন : রহস্যময় অনন্তের হাতছানি! ISRO-তে মহাকাশবিজ্ঞান নিয়ে জানার বিশেষ সুযোগ পেল তারকেশ্বরের স্কুলছাত্র
বড় হয়ে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করার ইচ্ছে আদিত্যজ্যোতির। কম্পিউটার সায়েন্স নিয়েও আগ্রহী সে। অবসর সময়ে ক্রিকেট খেলতে পছন্দ করে আদিত্য। বাড়িতে রয়েছে বিজ্ঞান চর্চার পরিবেশ। বাবা কনককান্তি কর পেশায় বিজ্ঞানের স্কুলশিক্ষক। ফলে বাড়িতে রয়েছে বিজ্ঞানচর্চার পরিবেশ। দিদিও বিজ্ঞান নিয়ে গবেষণা করছে। প্রথমে ইসরো থেকে চিঠি আসার পরে বিশ্বাসই করতে পারেনি আদিত্য!
advertisement
advertisement
আরও পড়ুন : চলছে আধ শতক ধরে, প্রাচীন পুজো দেখতে অগণিত ভক্তের ভিড় নদিয়ার ফুলিয়ায়
এ বিষয়ে আদিত্য জানায়, ‘‘স্কুলের এক শিক্ষকের কথা মতো ইসরোর ওয়েবসাইটে অনলাইনে একটি পরীক্ষা দিয়েছিলাম। সেখান থেকেই আমি ইসরো প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছি। ৮ মে থেকে প্রশিক্ষণ শিবির শুরু হবে। আমাকে আমার মা, বাবা, দিদি ও দাদু ভীষণভাবে সাপোর্ট করে। এর পাশাপাশি আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও সমসময় আমার পাশে দাঁড়িয়েছেন। আমার এই সাফল্য তাঁদের জন্যই।’’ আর আদিত্যর এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তে এগরা-সহ গোটা জেলার বাসিন্দারাই খুশি।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2025 10:37 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Success Story: গ্রহ নক্ষত্রের অন্তরীক্ষে ডানা মেলার অপেক্ষা, ISRO থেকে বিশেষ আমন্ত্রণ এগরার দশম শ্রেণীর ছাত্রকে