Durga Puja: পুরুলিয়ায় ৯৯ বছরে জমজমাট ধীবর সমিতির দুর্গাপুজো

Last Updated:

পুরুলিয়ার ধীবর সমিতি দুর্গামন্দিরের পুজো জেলার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম। এ-বছর পুজো ৯৯ তম বর্ষে পদার্পণ করল। ষষ্ঠী থেকে দশমী প্রতিদিনই কাতারে কাতারে মানুষ ঢল নামে এই পুজোয়। জেলার মানুষের আবেগের সঙ্গে মিশে রয়েছে এই পুজো

+
ধীবর

ধীবর সমিতির দুর্গাপুজো

পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়: পুরুলিয়ার ধীবর সমিতি দুর্গামন্দিরের পুজো জেলার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম। এ-বছর পুজো ৯৯ তম বর্ষে পদার্পণ করল। ষষ্ঠী থেকে দশমী প্রতিদিনই কাতারে কাতারে মানুষ ঢল নামে এই পুজোয়। জেলার মানুষের আবেগের সঙ্গে মিশে রয়েছে এই পুজো।
জেলেপাড়া ধীবর সমিতির সম্পাদক চন্দ্রচূড় ধীবর বলেন, ” প্রতিদিনই মানুষের ঢল নামছে। সকালের দিকে গ্রামাঞ্চলের মানুষ ভিড় করছে। বিকেলের দিকে শহর ও শহর সংলগ্ন এলাকার মানুষজন উপচে পড়ছে মন্দিরে।”
এই দুর্গাপুজোর নেপথ্যে রয়েছে এক কাহিনী। পুরুলিয়া শহরের এক সার্বজনীন দুর্গামন্দিরে পুজো দিতে গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছিল ধীবর সম্প্রদায়ের মানুষদের। সেই অপমানের জবাব দিতে তাঁরা নিজেরাই জমি দান করেন। পারিশ্রমিকের টাকা জমিয়ে তিল তিল করে গড়ে তোলেন এই দুৰ্গামন্দির। রীতি মেনে ষষ্ঠীর দিন থেকে মায়ের আরাধনা শুরু হয়। একাদশীর দিন হয় বিসর্জন।
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja: পুরুলিয়ায় ৯৯ বছরে জমজমাট ধীবর সমিতির দুর্গাপুজো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement