Firecracker Eye care: বাজি ফাটাতে গিয়ে চোখের ক্ষতির ভয়? এই কয়েকটি নিয়ম মানলেই নিশ্চিন্ত! পরামর্শ দিলেন বিশেষজ্ঞ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বাজি ফাটানোর সময় বিশেষ সতর্কতা জরুরি। বিশেষত বাজি ফাটাতে গিয়ে চোখের বিপদ ডেকে আনেন অনেকেই।
দীপাবলিতে চারদিক ভরে উঠবে আলোতে। এই উত্সবের দিনে বাজি ফাটাতে অনেকেই ভালবাসেন। কিন্তু বাজি ফাটানোর সময় বিশেষ সতর্কতা জরুরি। বিশেষত বাজি ফাটাতে গিয়ে চোখের বিপদ ডেকে আনেন অনেকেই।
ড: ঋষি রাজ বোরা জানালেন বাজি ফাটানোর সময় চোখ কীভাবে বাঁচিয়ে রাখবেন? চোখের সুরক্ষার সঠিক পথ দেখালেন ডা: বোরা।
আরও পড়ুন: শুধুই কলাপাতা বা শালপাতা নয়, পদ্ম, শালুক, কাঁঠাল…! আর কোন কোন পাতায় খাওয়া যায়? শরীরেরও হবে উপকার
advertisement
লেজার গান থেকে চোখ দূরে রাখুন। এই হ্যান্ডহেল্ড ডিভাইসগুলি থেকে তীব্র লেজার আলো নির্গত হয়। লেজারের রশ্মিও রেটিনার স্থায়ী ক্ষতি করতে পারে। তাই এইগুলি সাবধানে ব্যবহার করুন।
advertisement
দীপাবলির দিন বাজি ফাটানের সময় বিশেষ সতর্ক থাকুন। আগুন থেকে চোখ বেশ কিছুটা দূরত্বে রাখুন।
বাজি ফাটাতে কোনও স্থান পুড়ে গেলে তত্ক্ষনাত্ চিকিত্সা জরুরি। তাই অবশ্যই ফাস্ট এইড বা প্রাথমিক চিকিত্সার সরঞ্জাম মজুদ রাখুন।
চোখ বাঁচাতে চশমা পরে বাজি ফাটান। এতে শুধু আগুন নয়, ধোঁয়া থেকেও আরাম পাবে চোখ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2023 8:18 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Firecracker Eye care: বাজি ফাটাতে গিয়ে চোখের ক্ষতির ভয়? এই কয়েকটি নিয়ম মানলেই নিশ্চিন্ত! পরামর্শ দিলেন বিশেষজ্ঞ