টিকটক দেশ ছাড়া তো কি হয়েছে, ভিডিও বানানোতে কোনও বাধা নিষেধ নেই। তাছাড়া সেলফি ক্যামেরার জন্ম থেকেই মানুষ যেন একটু বেশি ক্রিয়েটিভ। সেলফি ক্যামেরায় নিজের নানা মুহূর্ত ধরে রাখতে চায় সকলেই। কেউ কেউ আবার ভিডিও বানিয়ে নানা কেরামতি দেখায়। বাইকে নানা রকম কায়দাবাজি তো চলেই। ট্রেনের সামনে গিয়ে স্টান্ট, আবার কখনও পাহাড়ের মাথায় চড়ে সেলফি বা ভিডিও। আর এসব করতে গিয়ে নানা অঘটন ঘটে যাচ্ছে। এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে কত জনের। তবুও থেমে নেই এই সব কিছু। কোনও সতর্কবার্তাই মানতে নারাজ কিছু মানুষ। তাঁর ঝুঁকি নেবেনই।
— 1000 WAYS TO DIE (@1000waystodle) November 17, 2020
আর তেমনই বাহাদুরি দেখাতে গিয়ে যৌনাঙ্গ পুড়ল এক যুবকের। ভিডিওটি শেয়ার হয়েছে ট্যুইটারে। সেখানে দেখা যাচ্ছে এক যুবক সেলফি ক্যামেরা অন করে একটি ভিডিও করছে। তাঁর মুখে একটি সিগারেট সামনে জ্বলছে মোমবাতি। গ্লাসের মধ্যে রয়েছে আগুন। সেখান থেকে সিগারেট ধরানোর পর সে কিছু একটা দেখাবার চেষ্টা করেছিল মোমের আগুন নিয়ে। আর সেই আগুন পড়ে তাঁর প্যান্ট পুড়ে জ্বলে গেল যৌনাঙ্গ। অবশেষে তাঁর চিৎকার শুনে এগিয়ে আসে এক বন্ধু। সেই তাঁকে বাঁচায় শেষ পর্যন্ত।
এই ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। বহু মানুষ এই ভিডিওটি শেয়ার করেছেন। তবে সকলেই ওই যুবকের সমালোচনা করেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Funny Video, Twitter, Viral Video