Chaitra Purnima: চৈত্র পূর্ণিমায় তুলসী নিয়ে এই ৫ ভুল করবেন না, আর্থিক অনটনে জীবন জেরবার হবে

Last Updated:

দেওঘরের পাগল বাবা আশ্রমে অবস্থিত মুদ্গল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগলের থেকে জেনে নিন চৈত্র পূর্ণিমায় তুলসী সংক্রান্ত কোন ভুলগুলি করা উচিত নয়

Tulsi
Tulsi
কলকাতা: চৈত্র মাস যেমন শুভ, তেমনই পবিত্র হল চৈত্র পূর্ণিমা তিথি। অনেক ভক্ত এই দিনে উপবাস রাখেন। চৈত্র পূর্ণিমাকে হিন্দু নববর্ষের প্রথম পূর্ণিমা তিথি হিসেবে বিবেচনা করা হয়, তাই সনাতন ধর্মে এর বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী এবং ভগবান চন্দ্রের পূজা করার প্রথা রয়েছে। এর সঙ্গে তুলসীর পূজাও করা হয়। কিন্তু, অনেকেই এই দিনে তুলসী সংক্রান্ত কিছু ভুল করে থাকেন, যার কারণে ঘরে আর্থিক সংকট আসতে পারে। তাই দেওঘরের জ্যোতিষীর কাছ থেকে জেনে নিন চৈত্র পূর্ণিমায় তুলসী সংক্রান্ত কোন ভুলগুলি করা উচিত নয়–
১২ এপ্রিল চৈত্র পূর্ণিমা –
দেওঘরের পাগল বাবা আশ্রমে অবস্থিত মুদ্গল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান যে, ১২ এপ্রিল চৈত্র মাসের পূর্ণিমা পড়েছে। পূর্ণিমার উপবাস অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এই দিনে উপবাস রাখা উচিত এবং ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করা উচিত। এটি করলে সারা বছর ধরেই লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু, মনে রাখতে হবে যে, এই দিনে তুলসী সংক্রান্ত কোনও ভুল করা উচিত না–
advertisement
ভুলেও এই ৫টি কাজ করা উচিত নয় –
১) পাতা ছেঁড়া – জ্যোতিষীরা বলছেন চৈত্র পূর্ণিমার দিন তুলসী পাতা একেবারেই ছেঁড়া উচিত না
advertisement
২) কালো কাপড় বেঁধে রাখা উচিত নয়: জ্যোতিষী বলেছেন, পূর্ণিমার দিনে ভুল করেও তুলসী গাছে কালো কাপড় বেঁধে রাখা উচিত নয়। এটি জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে
৩) চারপাশে ময়লা রাখা উচিত নয়: চৈত্র পূর্ণিমার আগে, তুলসী গাছ পরিষ্কার করুন। সেদিন তুলসী গাছের চারপাশে ময়লা রাখা উচিত নয়।
advertisement
৪) এই সময়ে জল নিবেদন করা উচিত নয়: সূর্যাস্তের পরে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। এতে দোষ হতে পারে এবং দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন।
৫) মহিলাদের এই পদ্ধতিতে জল দেওয়া উচিত নয়: জ্যোতিষীরা বলেছেন, মহিলাদের খোলা চুলে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। এটি অশুভ বলে মনে করা হয়
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chaitra Purnima: চৈত্র পূর্ণিমায় তুলসী নিয়ে এই ৫ ভুল করবেন না, আর্থিক অনটনে জীবন জেরবার হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement