#কলকাতা: গত বছরের মতোই এ বছরও ঘরে বসেই পালন করতে হচ্ছে জামাই ষষ্ঠী । করোনা আবহে এখনও রাজ্যে কঠোর লকডাউন চলছে । কিছুক্ষেত্রে বিধিনিষেধ একটু আলগা করা হলেও বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না বেরনোর নির্দেশ এখনও লাগু রয়েছে । তার উপর কোনও পাবলিক ট্রান্সপোর্ট এখনও শুরু হয়নি । ফলে জামাই ষষ্ঠীর আয়োজন অনেকটাই ম্লান ।
তবু অনুষ্ঠান থাকলে তার আনুষ্ঠানিকতাও কিছু থাকে । জামাইকে মনের সাধ মিটিয়ে পেট পুরে খাওযার রীতিতে তাই কোনও ফাঁক থাকলে চলবে না । আর ষষ্ঠীতে বাড়িতে নিজের হাতে রান্না করে খাওয়াতেই ভালবাসেন বেশিরভাগ শাশুড়ি মা । আবার অনেকের সামর্থ্যে কুলায় না । অনেকে আবার দূরে আছেন । তাই দূর থেকেই অনলাইনে অর্ডার করে দেন জামাইয়ের খাবার-দাবার । অনেক সময় আবার একবেলা বাড়িতে খেলেও অন্যবেলা রেস্তোরাঁর খাবার চেখে দেখতে অনেকের ইচ্ছেও করে । তাই ‘ব্লু অর্কিড’ নিয়ে এল বাড়ি বসেই দূর্দান্ত সুস্বাদু সব পদ চেখে দেখার সুযোগ ।
গড়িয়াহাটের সিটি স্টাইলের কাছে পণ্ডিতিয়া রোডের ‘ব্লু অর্কিড’ রেস্তোরাঁয় আপনি ভেজ ও নন-ভেজ দু’রকমেরই অপশন পেয়ে যাবেন । নন-ভেজ কম্বো ৬৫০ টাকা আর ভেজ কম্বো ৫৫০ টাকা । শুধুমাত্র আজকের জন্যই এই অফারটি রয়েছে ।
নন-ভেজ কম্বোতে থাকছে- স্ক্রিসপি ফ্রায়েড ফিস (৮পিস), মিক্সড ফ্রায়েড রাইস বা হাক্কা চাউমিন, হুনান চিকেন (৮ পিস), সফ্ট ড্রিঙ্কস ৫০০ মিলি । ভেড কম্বোতে থাকছে- চিলি পনীর ড্রাই (৮ পিস), ভেজ ফ্রায়েড রাইস বা হাক্কা চাউমিন, বেজ মাঞ্চুরিয়ান (৮ পিস), সফ্ট ড্রিঙ্কস ৫০০ মিলি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jamai Sasthi, Jamai Sasthi 2021