জামাই ষষ্ঠী স্পেশ্যাল দারুণ কম্বো অফার নিয়ে এল ‘BLU ORCHID’, ঘরে বসেই করুন অর্ডার

Last Updated:

গড়িয়াহাটের সিটি স্টাইলের কাছে পণ্ডিতিয়া রোডের ‘ব্লু অর্কিড’ রেস্তোরাঁয় আপনি ভেজ ও নন-ভেজ দু’রকমেরই অপশন পেয়ে যাবেন ।

#কলকাতা: গত বছরের মতোই এ বছরও ঘরে বসেই পালন করতে হচ্ছে জামাই ষষ্ঠী । করোনা আবহে এখনও রাজ্যে কঠোর লকডাউন চলছে । কিছুক্ষেত্রে বিধিনিষেধ একটু আলগা করা হলেও বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না বেরনোর নির্দেশ এখনও লাগু রয়েছে । তার উপর কোনও পাবলিক ট্রান্সপোর্ট এখনও শুরু হয়নি । ফলে জামাই ষষ্ঠীর আয়োজন অনেকটাই ম্লান ।
তবু অনুষ্ঠান থাকলে তার আনুষ্ঠানিকতাও কিছু থাকে । জামাইকে মনের সাধ মিটিয়ে পেট পুরে খাওযার রীতিতে তাই কোনও ফাঁক থাকলে চলবে না । আর ষষ্ঠীতে বাড়িতে নিজের হাতে রান্না করে খাওয়াতেই ভালবাসেন বেশিরভাগ শাশুড়ি মা । আবার অনেকের সামর্থ্যে কুলায় না । অনেকে আবার দূরে আছেন । তাই দূর থেকেই অনলাইনে অর্ডার করে দেন জামাইয়ের খাবার-দাবার । অনেক সময় আবার একবেলা বাড়িতে খেলেও অন্যবেলা রেস্তোরাঁর খাবার চেখে দেখতে অনেকের ইচ্ছেও করে । তাই ‘ব্লু অর্কিড’ নিয়ে এল বাড়ি বসেই দূর্দান্ত সুস্বাদু সব পদ চেখে দেখার সুযোগ ।
advertisement
গড়িয়াহাটের সিটি স্টাইলের কাছে পণ্ডিতিয়া রোডের ‘ব্লু অর্কিড’ রেস্তোরাঁয় আপনি ভেজ ও নন-ভেজ দু’রকমেরই অপশন পেয়ে যাবেন । নন-ভেজ কম্বো ৬৫০ টাকা আর ভেজ কম্বো ৫৫০ টাকা । শুধুমাত্র আজকের জন্যই এই অফারটি রয়েছে ।
advertisement
নন-ভেজ কম্বোতে থাকছে- স্ক্রিসপি ফ্রায়েড ফিস (৮পিস), মিক্সড ফ্রায়েড রাইস বা হাক্কা চাউমিন, হুনান চিকেন (৮ পিস), সফ্ট ড্রিঙ্কস ৫০০ মিলি । ভেড কম্বোতে থাকছে- চিলি পনীর ড্রাই (৮ পিস), ভেজ ফ্রায়েড রাইস বা হাক্কা চাউমিন, বেজ মাঞ্চুরিয়ান (৮ পিস), সফ্ট ড্রিঙ্কস ৫০০ মিলি ।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
জামাই ষষ্ঠী স্পেশ্যাল দারুণ কম্বো অফার নিয়ে এল ‘BLU ORCHID’, ঘরে বসেই করুন অর্ডার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement