Bengali Sweets: রসে টইটুম্বুর আলিপুরদুয়ারের কমলাভোগ, কৃত্রিম সুগন্ধী নয়, আসল কমলালেবুর গন্ধে মম করে

Last Updated:

কৃত্রিম সুগন্ধী নয়, আসল কমলালেবুর গন্ধের কমলাভোগ মিষ্টির স্বাদ মিলবে ডুয়ার্সের মাদারিহাটে। আসল কমলালেবুর খোসা ব্যবহার করে তৈরি হয় এই মিষ্টি

+
কমলাভোগ

কমলাভোগ মিষ্টি

আলিপুরদুয়ার: ক্যালরি, ফিগার আর ব্লাড সুগারের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে মিষ্টির রমরমা আজও অটুট। অন্তত, পুজোর সময় তো বটেই। বিজয়া দশমীর বিকেল থেকে কালীপুজোর আগের দিন পর্যন্ত বাঙালি যে কত মিষ্টি খেয়েছে, তার হিসাব বার করলে খোদ আবগারি দফতরও লজ্জা পাবে। বাংলার জেলায়-জেলায় নানা মিষ্টির কদর। যেমন আলিপুরদুয়ারের কমলাভোগ।
কৃত্রিম সুগন্ধী নয়, আসল কমলালেবুর গন্ধের কমলাভোগ মিষ্টির স্বাদ মিলবে ডুয়ার্সের মাদারিহাটে। আসল কমলালেবুর খোসা ব্যবহার করে তৈরি হয় এই মিষ্টি। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ডুয়ার্স ও জলদাপাড়া জঙ্গলে বেড়াতে এসে পর্যটকরা চেখে যান মাদারিহাটের কমলাভোগ।
৫০ বছর আগে স্থানীয় মিষ্টি ব্যবসায়ী ননী পাল প্রথম এই মিষ্টি তৈরি করেছিলেন। মাদারিহাটের বাস স্ট্যান্ডে ননী পালের ৮০ বছরের দোকান। ভুটানের কমলার স্বাদ ও গন্ধ দুটোই অতুলনীয়। ননীবাবু ভেবেছিলেন, এই কমলার স্বাদ যদি গোটাবছর গ্রাহকরা পান, তবে মন্দ হয় না। সেই ভাবনা থেকেই শুরু কমলাভোগ বানানো।
advertisement
advertisement
কমলার রস ছানার সঙ্গে মিশিয়ে তৈরি হয় এই মিষ্টি। প্রথমদিন ১০০টি মিষ্টি তৈরি করা হয়েছিল। বর্তমানে রোজ ১০০০টা কমলাভোগ বানালেও কম পড়ে। এখন দোকান সামলান ননীবাবুর ছেলে নীতিশ পাল। তিনি জানান, এই কমলাভোগ খেয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও তাঁর মেয়ে শর্মিষ্ঠাও। জলদাপাড়া টুরিস্ট লজে সে সময় পাঠানো হয়েছিল এই মিষ্টি।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bengali Sweets: রসে টইটুম্বুর আলিপুরদুয়ারের কমলাভোগ, কৃত্রিম সুগন্ধী নয়, আসল কমলালেবুর গন্ধে মম করে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement