কোন রঙের লিপস্টিক মানাবে জেনে নিন এই ৩ উপায়ে

Last Updated:
#কলকাতা: শুধু ফর্সাদেরই গোলাপি লিপস্টিক মানায়, বা কালোদের লাল লিপস্টিক মানায় না, এই ভুল ধারণাগুলো আজও আমাদের মধ্যে প্রচলিত । আবার কাউকে কোনও রঙের লিপস্টিক লাগাতে দেখে নিজেও সেটা পরে ফ্যাশন ব্লান্ডারও করে ফেলেন অনেকেই । বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোন লিপস্টিক কাকে মানাবে তা নির্ভর করে আমাদের ত্বকের আন্ডারটোনের উপর । কীভাবে বুঝবেন নিজের আন্ডারটোন জেনে নিন ।
আন্ডারটোন কাকে বলে?
আমাদের ত্বকের ভিতরের স্তরের রং । ত্বকের উপরিভাগে যে আভা থাকে তা আসলে আমাদের ত্বকের ভিতরের স্তরের রং । আমাদের আন্ডারটোন যেমন হবে সেই অনুযায়ী নির্ভর করবে কোন রঙের লিপস্টিক আমাদের মানাবে । যে কারণে একই কমপ্লেকশনের মহিলাদেরও সবাইকে একই রঙের লিপস্টিকে মানায় না । কারণ তাদের আন্ডারটোন আলাদা ।
advertisement
advertisement
কীভাবে বুঝবেন নিজের আন্ডারটোন?
ত্বকের আন্ডারটোন তিন রকমের হয় । কুল, ওয়ার্ম ও নিউট্রাল । নিজের আন্ডারটোন বোঝার জন্য রয়েছে তিনটি উপায়-
১. আন্ডারটোন বুঝতে নিজের হাতের কব্জির উল্টোদিকে দেখুন । যদি নিজের শিরার রং নীল বা নীলচে বেগুনি মনে হয় তাহলে আপনার আন্ডারটোন কুল । যদি সবুজ বা নীলচে সবুজ মনে হয় তাহলে আপনার আন্ডারটোন ওয়ার্ম । যদি রং বুঝতে না পারেন তাহলে নিউট্রাল আন্ডারটোন ।
advertisement
২. যদি শিরা দেখে বুঝতে না পারেন তাহলে খেয়াল করুন নিজেকে কোন ধরনের গয়না পরলে মানায় । আপনাকে রুপোর গয়না মানালে আন্ডারটোন কুল, যদি সোনার গয়না মানায় তাহলে বুঝবেন আপনার আন্ডারটোন ওয়ার্ম । আর যদি আন্ডারটোন নিউট্রাল হয় তাহলে আপনাকে সোনা-রুপো দুধরনের গয়নাই মানাবে ।
৩. কোন রঙের পোশাক আপনাকে মানায় সেটাও জানিয়ে দেয় আমাদের আন্ডারটোন । যদি নীল বা বেগুনি রঙের পোশাক আপনাকে মানায় তহলে আপনার আন্ডারটোন কুল । একইভাবে যাদের লাল, হলুদ বা কমলা শেডের পোশাক মানায় তাদের আন্ডারটোন ওয়ার্ম ।
advertisement
লিপস্টিকের আন্ডারটোন
কুল- গোলাপি, লাল ও নীল
ওয়ার্ম- হলুদ, পিচ ও গোল্ড
নিউট্রেল- কুল ও ওয়ার্ম শেডের মিশ্রণ
এবার নিজের আন্ডারটোন অনুযায়ী বেছে নিন লিপস্টিক ।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কোন রঙের লিপস্টিক মানাবে জেনে নিন এই ৩ উপায়ে
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement