দুধ-কলা, ঘি খেয়েও থাকুন রোগা ! জেনে নিন কীভাবে ?

Last Updated:

দেখে নিন কোন কোন হাই ক্যালারিযুক্ত খাবার আপনার ওজন কমাতে সাহায্য করবে-

#কলকাতা: রোগা, ছিপছিপে শরীর কে না চায় ৷ কিন্তু ব্যস্ততার যুগে নিজের শরীরের দিকে নজর রাখার সুযোগ ক’জন পান ৷ তার ওপর ফাস্টফুড ৷ শরীরে মেদ তো লাগবেই ৷ ব্যাস ! এখান থেকেই সমস্যার সূত্রপাত ৷ বাড়তি মেদের জেরে রাতের ঘুম প্রায় উড়ে গিয়েছে ৷ ডাইয়েটিং থেকে জিম কী না করেছেন ওজন কমানোর জন্য ৷
মেদ কমানোর জন্য প্রথম কাজ হিসেবে শুরু করা হয় ডাইয়েটিং ৷ খাবার তালিকা থেকে বাদ পরে যায় মন পসন্দ সমস্ত খাবার ৷ তেল বাটার-সহ বিভিন্ন হাই ক্যালারি খাবার একবারে বাদে চলে যায় আমাদের খাদ্যতালিকা থেকে ৷
কিন্তু জানেন কী এরকম বেশ কয়েকটি হাই ক্যালারি খাবার রয়েছে যা তাড়াতাড়ি ওজন কমাতে সাহায্য করে থাকে ৷ এই খাবারগুলি আপনার রোজকার ডাইয়েটিং চার্টে রাখলেই সহজেই কমাতে পারবেন ওজন ৷
advertisement
advertisement
দেখে নিন কোন কোন হাই ক্যালারিযুক্ত খাবার আপনার ওজন কমাতে সাহায্য করবে-
১. ঘি- প্রত্যেকদিন এক চামচ ঘি খেলে আপনার ওজন আরও দ্রুত কমবে ৷
২. কলা- সাধারণত বলা হয়ে থাকে কলা খেলে ওজন বৃদ্ধি হয় ৷ কিন্তু ওয়ার্কআউট করার আগে ও পরে কলা খাওয়া শরীরের পক্ষে খুব উপকারি ৷ যারা ওজন কমাতে চান তাদের জন্য কলা খাওয়া অত্যন্ত জরুরি ৷
advertisement
৩. দুধ- বেশিরভাগ সময় স্কিমড, লো বা ফ্যাট ফ্রি দুধ খাওয়ার উপদেশ দেওয়া হয়ে থাকে ৷ তবে ফ্যাট যুক্ত দুধই ওয়েটলসের জন্য আর্দশ ৷ এর সাহায্যে আপনার শরীর পর্যাপ্ত প্রোটিনের চাহিদা পূরণ করবে ৷
৪. ডিমের কুসুম- ডায়েট করার সময় ডিমের সাদা অংশ খেতে বলা হয়ে থাকে ৷ ডিমের কুসুমে প্রচুর পরিমাণ vitamin A, K2 and B vitamins রয়েছে ৷ এই ভিটামিন শরীরের মেটাবলিসম বাড়িয়ে তোলে যা নিজে থেকে ক্যালারি বার্ন করতে সাহায্য করে ৷
advertisement
৫. বাদাম- কাজু বা বাদাম ওজন বাড়িয়ে তোলে ৷ সকলের মধ্যে এই ধারণা রয়ে গিয়েছে ৷ বাদামে প্রচুর পরিমাণ প্রোটিন, ফাইবার, প্রোটিন রয়েছে ৷ দইয়ের থেকে বিকেলে স্ন্যাক্সে বাদাম খেলে তা ওজন কমাতে সাহায্য করে থাকে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
দুধ-কলা, ঘি খেয়েও থাকুন রোগা ! জেনে নিন কীভাবে ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement