অনলাইন শপিং থেকে ওয়ার্ক ফ্রম হোম, ২০২০ সাল জুড়ে অনলাইন ট্রেন্ড চলছে রমরমিয়ে। ট্রেন্ড অবশ্য আগেই এসেছিল। করোনায় ঘরবন্দী হয়ে বেড়ে গেল আরও। এবার উঠে এল আর এক নতুন তথ্য। চিকিৎসকের পরামর্শও এখন অনলাইনেই পছন্দ করছেন ভারতীয়রা।
বুধবার একটি সমীক্ষার রিপোর্টে জানা যায়, অন্তত ৪৬ শতাংশ মানুষ এখন ডাক্তারের কাছে না গিয়ে ঘরে বসেই নিচ্ছেন অনলাইন কনসাল্টেশন। মাউন্ট ভার্চুয়াল হসপিটাল নামের একটি অনলাইন ডক্টর কনসাল্টেশন প্ল্যাটফর্ম-এর তরফ থেকে করা হয়েছিল সমীক্ষা। মেট্রো শহর দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাই-ভিত্তিক সমীক্ষা হয়েছিল। ২০ থেকে ৮৫ বছরের মানুষকে রাখা হয়েছিল এই সমীক্ষার আওতায়।
মোট ২৪০৬ জনের উত্তরের ভিত্তিতে তৈরি হয়েছে রিপোর্ট। দেখা গিয়েছে, উত্তরদাতাদের ৭০ শতাংশ, যাদের হাই প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা অথবা ক্যানসার আছে, তাঁরা চিকিৎসকের পরামর্শ এখনও অনলাইনেই নিচ্ছেন। যেহেতু এই রোগগুলি থাকলে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি, এঁরা অনলাইন কনসাল্টেশনকেই একমাত্র উপায় বলে ধরে নিয়েছেন।