৪৬% ভারতীয় চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন অনলাইনে! বলছে সমীক্ষা
- Published by:Antara Dey
- news18 bangla
Last Updated:
বুধবার একটি সমীক্ষার রিপোর্টে জানা যায়, অন্তত ৪৬ শতাংশ মানুষ এখন ডাক্তারের কাছে না গিয়ে ঘরে বসেই নিচ্ছেন অনলাইন কনসাল্টেশন।
অনলাইন শপিং থেকে ওয়ার্ক ফ্রম হোম, ২০২০ সাল জুড়ে অনলাইন ট্রেন্ড চলছে রমরমিয়ে। ট্রেন্ড অবশ্য আগেই এসেছিল। করোনায় ঘরবন্দী হয়ে বেড়ে গেল আরও। এবার উঠে এল আর এক নতুন তথ্য। চিকিৎসকের পরামর্শও এখন অনলাইনেই পছন্দ করছেন ভারতীয়রা।
বুধবার একটি সমীক্ষার রিপোর্টে জানা যায়, অন্তত ৪৬ শতাংশ মানুষ এখন ডাক্তারের কাছে না গিয়ে ঘরে বসেই নিচ্ছেন অনলাইন কনসাল্টেশন। মাউন্ট ভার্চুয়াল হসপিটাল নামের একটি অনলাইন ডক্টর কনসাল্টেশন প্ল্যাটফর্ম-এর তরফ থেকে করা হয়েছিল সমীক্ষা। মেট্রো শহর দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাই-ভিত্তিক সমীক্ষা হয়েছিল। ২০ থেকে ৮৫ বছরের মানুষকে রাখা হয়েছিল এই সমীক্ষার আওতায়।
advertisement
মোট ২৪০৬ জনের উত্তরের ভিত্তিতে তৈরি হয়েছে রিপোর্ট। দেখা গিয়েছে, উত্তরদাতাদের ৭০ শতাংশ, যাদের হাই প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা অথবা ক্যানসার আছে, তাঁরা চিকিৎসকের পরামর্শ এখনও অনলাইনেই নিচ্ছেন। যেহেতু এই রোগগুলি থাকলে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি, এঁরা অনলাইন কনসাল্টেশনকেই একমাত্র উপায় বলে ধরে নিয়েছেন।
advertisement
সমীক্ষায় দেখা গিয়েছে, ১৮ থেকে ৪৫ বছরের মহিলাদের মধ্যে ৬০ শতাংশই ডিজিটাল প্ল্যাটফর্মে, ত্বকের সমস্যা, ডায়েট এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত চিকিৎসা করাচ্ছেন।
advertisement
চিকিৎসকদের মতে, শহুরে, টেকনলজি-ফ্রেন্ডলি ভারতীয়রা এখন টেলি-কনসাল্টেশনের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছেন। কোভিডের ছোঁয়া বাঁচাতে তাঁরা ঘরে বসেই চিকিৎসকদের সঙ্গে রোগসংক্রান্ত কথা-বার্তা বলে নিচ্ছেন।
ভবিষ্যতে হয় তো অনলাইন শপিং-এর মতোই অনলাইন কনসাল্টেশনও চিকিৎসার মাধ্যম হয়ে উঠবে। কে বলতে পারে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 17, 2020 8:16 PM IST