#কলকাতা:অনেক কিছুই ভোলা যায়! কিন্তু কখনও ফিকে হয় না প্রথম স্মৃতি। ভালবাসা থেকে বিরহ, আপস থেকে উপহার! একডজন 'পয়লা'র উত্তর দিলেন শিলাজিৎপয়লা প্রোপোজ: হে আমার জীবনের প্রথম প্রণয়ীনি তোমায় লাল সেলাম...জয় হিন্দ!
পয়লা থাপ্পড়: পাছায়... দাই মা মেরেছিল, মামার বাড়ির আঁতুর ঘরে।
পয়লা আপস: অ্যাডজাস্ট করেছি, আপোস করেছি বলে মনে হয় না!
পয়লা ইন্টারভিউ: একটা গাছতলায়, বিজ্ঞাপন দেখে গিয়েছিলাম।
পয়লা চিঠি: বাবাকে। মামার বাড়ি থেকে। 'মাই ডিয়ার বাপি' লিখে শুরু করেছিলাম। সম্ভবত ইনল্যান্ড লেটারে।
পয়লা কাছে পাওয়া: মা-কে
পয়লা ভুলে যাওয়া: মনে নেই!
পয়লা উপহার:
ক) পাওয়া- লাল টুকটুকে টমেটো রাণি। দুললে, মিষ্টি শব্দ হত... টুংটাং। হাত পা ছিল না।
খ) দেওয়া- বাবা মা যেটা হাতে ধরিয়েছিল, লজ্জা লজ্জা মুখ করে কোনও একটা কোনে, বউকে।
পয়লা নেশা: সিগারেট। বাথরুমে। মা আর পিসতুতো দিদি দেখতে পেয়েছিল। ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করতে হয়েছিল, জীবনে কোনওদিন সিগারেট খাব না!
পয়লা প্রতিশ্রুতি: বিয়ে মনে হয়। তার আগে বাবা মা-কে ভাল রেজাল্ট করব বলে ঢপ দেওয়া।
পয়লা পকেটমানি: দুয়ের পল্লীর দুর্গাপুজোর দক্ষিণার ভাঁড়।
পয়লা রোজগার: টিউশন
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।