ভূমিধ্বসের কারণে তৈরি হয়েছে কৃত্রিম হ্রদ, এই রাজ্যে জারি হল বন্যা সতর্কতা
Last Updated:
#বেজিং: তিব্বতে ভূমিধ্বসের কারণে ব্যহত হয়েছে নদীর প্রবাহ যার ফলে সৃষ্টি হয়েছে ছোটখাট নতুন এক হ্রদ । আর এই এই হ্রদের কারণেই প্লাবিত হতে পারে নিম্নমুখী অঞ্চলগুলি । আর এই ঘটনার পরেই অরুণাচল প্রদেশে জারি হয়েছে বিশেষ বন্যা সতর্কতা ।
চিনের নিকটবর্তী অঞ্চলগুলিতে ইতিমধ্যেই প্রায় ৬,০০০ মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে ।ব্রহ্মপুত্র নদের উপত্যকায় ধ্বসের কারণে নিকটবর্তী ইয়ার্লুম সাংপোতে একটি বাধ তৈরি হয়ে গিয়েছে যার মধ্যে দিয়ে অবিরত জল বয়ে চলেছে ও এই কারণেই নিম্নমুখী অঞ্চলগুলিতে বন্যার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ।
advertisement
advertisement
আরও পড়ুন: টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক !
ইতিমধ্যেই গ্রামবাসীদের সতর্ক করেছে অরুণাচল সরকার । পূর্ব সিয়াং জেলার বাসিন্দাদের নদীর পার্শ্ববর্তী এলাকায় যেতে নিষেধও করা হয়েছে ।
view commentsLocation :
First Published :
October 19, 2018 3:19 PM IST

