Yatri Saathi: "বাংলা আজ যা ভাবছে, বাকিরা আগামিকাল ভাববে", 'যাত্রীসাথী' পুরস্কৃত হতেই উচ্ছ্বসিত পোস্ট মুখ্যমন্ত্রীর
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Yatri Saathi: পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি দফতরের উদ্যোগে তৈরি ‘যাত্রী সাথী’ (Yatri Saathi) অ্যাপকে কেন্দ্রের নগর বিষয়ক মন্ত্রকের (MoHUA) পক্ষ থেকে “Best Urban Transport Project” পুরস্কারে ভূষিত করা হয়েছে।
কলকাতাঃ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি দফতরের উদ্যোগে তৈরি ‘যাত্রী সাথী’ (Yatri Saathi) অ্যাপকে কেন্দ্রের নগর বিষয়ক মন্ত্রকের (MoHUA) পক্ষ থেকে “Best Urban Transport Project” পুরস্কারে ভূষিত করা হয়েছে। এর পাশাপাশি প্রকল্পটি পেয়েছে Award of Excellence এবং রানিং ট্রফি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সুখবরটি দেন। তিনি লেখেন, “বর্তমানে পশ্চিমবঙ্গের এই সফল প্রকল্পটি দেশের একাধিক রাজ্যে অনুকরণীয় হিসেবে গ্রহণ করা হচ্ছে। মানুষের স্বার্থে তৈরি এই people-first mobility model ইতিমধ্যেই সম্পন্ন করেছে ১.৪২ কোটি রাইড, যার মাধ্যমে ১.৩ লক্ষেরও বেশি চালক ও ৪৫ লক্ষ যাত্রী সরাসরি উপকৃত হয়েছেন।”
advertisement
advertisement
Proud moment for West Bengal!
Yatri Sathi, by the IT&E Department, Government of West Bengal, has received the Award of Excellence and the running trophy for Best Urban Transport Project by MoHUA, Government of India.
Now being replicated by several States, this people-first… pic.twitter.com/C51Jv6MNUN
— Mamata Banerjee (@MamataOfficial) November 10, 2025
advertisement
তিনি জানান যে এটি রাজ্যের গর্বের মুহূর্ত। এই সাফল্যে যুক্ত প্রত্যেকের প্রতি অভিনন্দন জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “যা ভাবছে বাংলা, তা ভাবছে ভারত আগামীকাল”।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2025 7:51 PM IST

