West Bengal Corona Update: ভয়ঙ্কর হচ্ছে উত্তর ২৪ পরগনার পরিস্থিতি, দোসর কলকাতাও! আশা বলতে সুস্থতার হার

Last Updated:

বৃহস্পতিবারও রাজ্যে করোনা সংক্রমণে (Covid-19) নতুন রেকর্ড হল। প্রায় ২১ হাজারের কাছে পৌঁছে গেল দৈনিক সংক্রমণের সংখ্যা। একইসঙ্গে মৃত্যুও হয়েছে ১৩৬ জনের।

#কলকাতা : গোটা দেশের সঙ্গেই সমানতালে পাল্লা দিচ্ছে বাংলার করোনা সংক্রমণ (Corona Cases in Bengal)। প্রতিদিনই ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তৈরী হচ্ছে নয়া রেকর্ড। বৃহস্পতিবারও রাজ্যে করোনা সংক্রমণে (Covid-19) নতুন রেকর্ড হল। প্রায় ২১ হাজারের কাছে পৌঁছে গেল দৈনিক সংক্রমণের সংখ্যা। একইসঙ্গে মৃত্যুও হয়েছে ১৩৬ জনের। অবশ্য কিছুটা আশা দেখিয়ে রাজ্যে দৈনিক সুস্থতাও ১৯ হাজারের ওপরে।
বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মেলা তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে শুক্রবার রাজ্যে ২০,৮৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। সেখানে আক্রান্ত হয়েছে ৪,১৯৭ জন। কলকাতায় সংক্রমণ ৪,০০০ এর কাছাকাছি। নতুন সংক্রমণের ফলে রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০,৯৪,৮০২।
advertisement
দুশ্চিন্তা একরাশ বাড়িয়ে এদিনও রাজ্যে মৃত্যু হয়েছে ১৩৬ জনের। যার মধ্যে কলকাতায় ৩৪ জন ও উত্তর ২৪ পরগনায় ৪২ জনের মৃত্যু হয়েছে করোনায়। বাকি প্রায় সব জেলাতেই গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে। যার ফলে রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ১২,৯৯৩।
advertisement
রাজ্যে এদিন করোনার ৭০ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে। সুস্থতার হার মোটের ওপর অপরিবর্তিতই ছিল এদিন। আশার আলো বলতে, ১৯,১৩১ জন করোনামুক্ত হয়েছেন। কলকাতাসহ বেশ কিছু জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমেছে। তবে সংক্রমণ বাড়ায় রাজ্যে বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। এদিন রাজ্যে ১,৫৭৯টি করোনার অ্যাক্টিভ কেস বেড়েছে। যার ফলে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা হয়েছে ১,৩১,৭৯২।
advertisement
এদিকে অতিমারী পরিস্থিতিতে অক্সিজেন (Oxygen Crisis) থেকে শুরু করে হাসপাতালের শয্যা, গোটা দেশের মতোই হাহাকার চলছে রাজ্যে। আর সেই সুযোগেই গজিয়ে উঠেছে জালিয়াতি চক্র (Black Marketing)। রমরমিয়ে চলছে কালোবাজারি। এবার এই ধরণের জালিয়াতি রুখতে কোমড় বেঁধে নেমেছে কলকাতা পুলিশ(Kolkata Police)। রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানালেন তাঁরা। এই ধরণের অভিযোগে অবিলম্বে পুলিশকে জানানোর আর্জিও জানিয়েছে কলকাতা পুলিশ। সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Corona Update: ভয়ঙ্কর হচ্ছে উত্তর ২৪ পরগনার পরিস্থিতি, দোসর কলকাতাও! আশা বলতে সুস্থতার হার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement