#কলকাতা: ঠিক যে সময়ে ওঁদের সব থেকে বেশি দরকার। তখনই চোটের কবলে সনি-ওয়েডসন-জনসনরা। কী করলে চোট এড়াতে পারবেন ফুটবলাররা ? দাওয়াই বাতলাচ্ছেন স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ শান্তিরঞ্জন দাশগুপ্ত ৷
বাগানে সনি, ইস্টে প্লাজা-ওয়েডসন। বেঙ্গালুরুতে জনসন। আই লিগে খেলবে কি। চোটের ধাক্কায় বেসামাল বিগ জায়েন্টরা। কিন্তু কেন এত চোট। মেসি-রোনাল্ডোরা তো বছরে ৬০-৬৫ টা ম্যাচও খেলে দিচ্ছে চোটের বাইরে থেকেই। এই দেশে সমস্যাটা কোথায়। ডাঃ শান্তিরঞ্জন দাশগুপ্ত বলছেন, ফুটবলারদের সচেতনতার অভাব তো রয়েইছে। সঙ্গে মাঠের খারাপ কন্ডিশন।
স্পোর্টস মেডিসিন, ফিটনেস সম্পর্কে ফুটবলারদের সচেতনতার অভাবও ফ্যাক্টর। লাল-হলুদ সহ-সচিব বলছেন, প্লাজা, ওয়েডসনরা যেমন ফ্রুট জুস খান ঘনঘন। অথচ এই দেশের আবহাওয়াতে জল খাওয়াটা জরুরি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dr. Shantiranjan Dasgupta, Sony Norde, ডা. শান্তিরঞ্জন দাশগুপ্ত, সনি নর্ডি