#কলকাতা: মরা মুরগির মাংসের চাঁই কওসর ঢালি কি বাংলাদেশে পালিয়েছে ? একাধিক সূত্র থেকে এমনই ধারণা তদন্তকারীদের। নিউটাউনে কওসরের খামারের মরা মুরগির মাংসে নাম জড়িয়েছে রাজারহাট, নিউটাউনের একাধিক নামী রেস্তোরাঁয় নাম। কওসরের খামারের ধৃত দুই কর্মীর পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত।
কওসর ঢালি কোথায় ? নিউটাউনে খামারে অভিযানের পর ৯৬ ঘণ্টা পেরোলেও তদন্তকারীরা তার নাগাল পায়নি। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ মনে করছে বাংলাদেশে গা ঢাকা দিয়েছে কওসর।
১০ বছর আগে বাংলাদেশ থেকে এখানে চলে আসে সে। তার আগে ছোট খামার করে। এর দৌলতে কলকাতায় যাতায়াত লেগে থাকত তার। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে লোকজন আনিয়ে কাজ চালাত কওসর।
বসিরহাটের খামার থেকে মরা মুরগি আনা হত, ফ্রিজারে রাখা হত ৷ তারপর সেগুলি বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁয় পাঠানো হত। এক কেজি মুরগি ৮০ টাকা কমিশন ৷ পুলিশ সূত্রে খবর, ওই এলাকার বহু লোককে কাজে লাগানোর সুবাদে পরিচিতি বাড়ে কওসরের। এলাকায় প্রভাবও বাড়ে। এই সুযোগে পালিয়ে যায় কওসর বলে মনে করছে পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dead Chicken case, Dead Chicken Supplier, Kausar Dhali