EXCLUSIVE: বঙ্গ বিজেপির সিদ্ধান্ত বদল! তৃণমূলের জন্য বন্ধ 'দরজা' খুলল পদ্ম শিবির, সুকান্তর মন্তব্যে শোরগোল
- Written by:VENKATESHWAR LAHIRI
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
পঞ্চায়েত ভোটে প্রার্থী সঙ্কটে ভুগছে গেরুয়া শিবির? কর্মীদের নিলেও জোড়াফুলের নেতাদের দলে নেওয়ার ক্ষেত্রে আপত্তি থাকলেও হঠাৎ ভোলবদল পদ্মফুল শিবিরের।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে ফের তৃণমূল নেতাদের জন্য দরজা খুলে দিল বঙ্গ বিজেপি। এতে নানা মহলে প্রশ্ন, তাহলে কি গ্রামের ভোটে প্রার্থী সঙ্কটে ভুগছে পদ্ম শিবির?
পঞ্চায়েতে প্রার্থীর আকাল? গেরুয়া শিবির বলছে, দলে তৃণমূলের নেতাদের নেওয়ার ক্ষেত্রেও আপত্তি নেই তাদের। বৈদিক ভিলেজে কয়েক মাস আগে দু’দিনের প্রশিক্ষণ শিবির শেষে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, ‘‘আমরা তৃণমূল কিংবা বিরোধী শিবিরের নেতাদের থেকে কর্মীদের দলে নেওয়ার ক্ষেত্রে আগ্রহী। নেতাদের ক্ষেত্রে নয়। তৃণমূলের নেতাদের তো নয়ই, কারণ তৃণমূলের সবাই চোর।’’ সেই অবস্থান থেকে সরে এসে এবার তৃণমূলের নেতাদের জন্যও দরজা খোলা বলে নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে জানালেন সুকান্ত মজুমদার।
advertisement
advertisement
সুকান্তর কথায়, ‘‘আমরা খুব বেছে বেছে নেব। সবাইকে নেব না। এবং যারা আসবেন বিজেপির যারা স্থানীয় নেতৃত্ব বা পুরনো দিনের বিজেপি কর্মী ও নেতারা রয়েছেন তাঁদের নেতৃত্ব মেনে নিয়েই যারা আসতে চান তাদেরকে আমরা স্বাগত জানাব। কেউ তৃণমূল থেকে বিজেপিতে এসেই ভাববে আমরা টিকিট পেয়ে যাব, আমরা জেলা পরিষদে দাঁড়াব, আমরা পঞ্চায়েত সমিতিতে দাঁড়াব তা হবে না।’’
advertisement
ক’মাস গেলেই বঙ্গে পঞ্চায়েত নির্বাচন। গ্রামের ভোট। সংশোধিত তালিকা অনুযায়ী, তিনটি স্তর মিলিয়ে মোট ৭২ হাজার ৮৩০টি আসনে ভোট। আসন্ন পঞ্চায়েত ভোটে সব স্তরে তৃণমূলের মোকাবিলায় এই বিপুল সংখ্যক আসনে প্রার্থী দিতে হবে বিজেপিকে। আর এখানেই উঠছে প্রশ্ন। তা হলে কি পঞ্চায়েত ভোটের আগে প্রার্থী সঙ্কটে ভুগছে পদ্ম শিবির? সেই কারণেই কি পুরনো অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে ফের তৃণমূল নেতাদের জন্য দরজা খুলে দেওয়ার বার্তা বঙ্গ বিজেপির? রাজ্য বিজেপির সভাপতির অবশ্য দাবি, ‘নেতাদের নেওয়া হলেও ছাঁকনি থাকবে’।
advertisement
সূত্রের খবর, বিজেপির রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই জেলা সংগঠনগুলিকে নির্দেশ দিয়েছে যে, বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের তালিকা তৈরি করতে। পাশাপাশি খোঁজ রাখতে কোন কোন নেতার ভাবমূর্তি উজ্জ্বল। একুশের বিধানসভা নির্বাচনের আগেও এ ভাবেই দরজা খুলেছিল রাজ্য বিজেপি। একাধিক তৃণমূল নেতা দলবদলে বিজেপিতে যান। কিন্তু ভোটে পদ্মের ভরাডুবির পরই উলটো স্রোত। বিজেপির টিকিটে জেতা একাধিক বিধায়ক তৃণমূলে চলে যান। যার জেরে বিধানসভা ভোটের কয়েকমাসের মধ্যেই বিজেপি বিধায়কদের সংখ্যা ৭৭ থেকে কমে ৭০ হয়ে যায়। এমনকি বিজেপি ছেড়েছেন বিজেপির তারকা সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। এখানেই শেষ নয়। পঞ্চায়েত ভোটের কয়েক মাস আগেও পদ্ম শিবিরে ভাঙনের জল্পনা অব্যাহত।
advertisement
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দেখা গিয়েছে দুই বিজেপি বিধায়ককে বলে খবর। যদিও বিজেপি শিবির তা মানতে চায়নি। সম্প্রতি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘তৃণমূল দরজা খুলে দিলে বিজেপি দলটাই উঠে যাবে।’’ দরজা সামান্য খোলার কথাও বলেন অভিষেক। এই পরিস্থিতিতে এবার তৃণমূলের জন্য পাল্টা দরজা খুলে দেওয়ার বার্তা দিয়ে শাসকদলকে চাপে রাখার কৌশল নিল বঙ্গ বিজেপি বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Jan 12, 2023 6:46 AM IST










