Union Budget 2022: আজকের ঘোষিত বাজেট স্বাস্থ্য ও শিক্ষার জন্য একটি হতাশাজনক বাজেট, জানাল চিকিৎসক সংগঠন

Last Updated:

Union Budget 2022: মানুষের স্বনির্ভরতা ও সক্ষমতার বৃদ্ধির দিক থেকে বিচার করলে সরকারের এই আচরণ দায়িত্বজ্ঞানহীন, মনে করছে চিকিৎসকমহল৷

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ Photo-ANI
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ Photo-ANI
#কলকাতা: বণিকসভার পর এবার প্রতিক্রিয়া চিকিৎসকমহলেও (West Bengal Doctors Forum)৷ এক কথায় বলতে গেলে আজকের বাজেটে কার্যত অখুশি চিকিৎসকমহল৷ চিকিৎসক সংগঠনের (West Bengal Doctors Forum) তরফে জানানো হয়েছে, ঘোষিত বাজেট স্বাস্থ্য ও শিক্ষার জন্য একটি হতাশাজনক বাজেট (Union Budget 2022)। কেন্দ্রকে কটাক্ষ করে তাঁদের মত, মানুষ অশিক্ষিত ও অসুস্থ হলে দেশের অর্থনীতি আরও পিছিয়ে যাবে৷ দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কারণে আমরা সম্প্রতি যে কোভিড অতিমারিজনিত দুর্যোগের মুখোমুখি হয়েছি তারপর মানুষের স্বনির্ভরতা ও সক্ষমতার বৃদ্ধির দিক থেকে বিচার করলে সরকারের এই আচরণ দায়িত্বজ্ঞানহীন বলে মনে করেন তাঁরা।
সেইসঙ্গে স্বাস্থ্যকে অধিকারমুখী (Health as a Right) না করে বিমামুখী করা হচ্ছে বলে মনে করছে এই চিকিৎসক সংগঠন৷ এর অর্থ স্বাস্থ্য ব্যবস্থা থেকে ধীরে ধীরে সরকারের দায় লাঘব করা।
advertisement
সংগঠনের প্রশ্ন সকলের জন্য স্বাস্থ্যের কথা বলা হয়েছিল, কোথায় গেল সে সব? জনস্বাস্থ্য নিয়ে দিকনির্দেশকারী শ্রীনাথ রেড্ডির নেতৃত্বাধীন উচ্চস্তরীয় বিশেষজ্ঞ দলের সুপারিশ অনুযায়ী ২০১৭-র মধ্যে ২.৫% এবং ২০২২-এর মধ্যে জিডিপির ন্যূনতম ৩.৫% স্বাস্থ্যখাতে সরকারের খরচ স্বপ্নই থেকে গেল। এমনকি ২০১৭-র জাতীয় স্বাস্থ্য নীতি জিডিপির যে ২.৫% স্বাস্থ্যখাতে খরচ করার কথা বলেছিল তাও গুরুত্ব পেল না, প্রতিক্রিয়া চিকিৎসক মহলের৷
advertisement
তাঁরা মনে করছেন স্বাস্থ্যকে আরও বেশি করে কর্পোরেটমুখী করার সমস্ত সম্ভাবনা রয়েছে এই বাজেট প্রস্তাবে। মধ্য, ছোট ও প্রান্তিক ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্যকেন্দ্রগুলো ধুঁকছে এবং আগামী দিনে আরও বেশি ধুঁকবে।
কোভিড পরিস্থিতিতে রীতিমতো ঝুঁকি নিয়ে কাজ করেছেন সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা৷ বিগত দু'বছর ধরে স্বাস্থ্যব্যবস্থাকে সচল রাখতে গিয়ে তাঁদের অনেকের মৃত্যু হয়েছে৷ অথচ তাঁদের পরিবারের জন্য ক্ষতিপূরণের কোনও ঘোষণা নেই (Union Budget 2022), যা হতাশ করেছে চিকিৎসকমহলকে।
advertisement
মানসিক রোগের জন্য ২৩ টি টেলিকন্সাল্টেশন কেন্দ্র- বাজেটের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে চিকিৎসক সংগঠন৷ কিন্তু ভারতের মতো সুবিশাল দেশে মানসিক রোগের জন্য ২৩টি কেন্দ্র কতটা সমাধান করবে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা৷ বিদ্রূপ করতেও ছাড়ননি তাঁরা৷ জানিয়েছেন, এই বাজেটের (Union Budget 2022) পর আরও বেশি করে দেশবাসীর ও কোভিড যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য পরিষেবার দরকার লাগবে। তার জন্যই সম্ভবত এই আগাম উদ্যোগ৷
advertisement
কিছুটা অন্য সুর বিড়লা হাসপাতালের (Ck Birla Hospital) সিইও (CEO Dr. Simmardeep Gill)-র গলায়৷ তিনি বলেছেন, মানসিক স্বাস্থ্য নিয়ে অর্থমন্ত্রীর এই উদ্যোগ প্রশংসনীয়৷ কোভিড পরিস্থিতিতে প্রতিনিয়ত আমরা যে চ্যালেঞ্জের মোকাবিলা করছি, সেখানে মানসিক স্বাস্থ্যে গুরুত্ব দেওয়া দরকার ছিল৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Union Budget 2022: আজকের ঘোষিত বাজেট স্বাস্থ্য ও শিক্ষার জন্য একটি হতাশাজনক বাজেট, জানাল চিকিৎসক সংগঠন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement