Lok Sabha Elecion 2024: সকাল ১১টা পর্যন্ত ভোটের হার কত? সবথেকে পিছিয়ে উত্তর ও দক্ষিণ কলকাতা... এবারেও এগিয়ে বসিরহাট

Last Updated:

উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদমে ভোট আজ। তবে সকাল ১১টা পর্যন্ত যে পরিসংখ্যান সামনে এসেছে, তা চমকে দেওয়ার মতো।

কলকাতা: আজ শনিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন। আর এবারের ভোটের সব থেকে হাইভোল্টেজ কেন্দ্রগুলি রয়েছে এই দফাতেই।  উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদমে ভোট আজ। তবে সকাল ১১টা পর্যন্ত যে পরিসংখ্যান সামনে এসেছে, তা চমকে দেওয়ার মতো।  কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণে ভোটদানের হার সবথেকে কম।
সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার
দমদম- ২৪.৮৩ শতাংশ
বারাসত- ২৭.৮৬ শতাংশ
advertisement
বসিরহাট-  ৩২.৫৭ শতাংশ
জয়নগর-  ৩০.২৫ শতাংশ
মথুরাপুর- ৩০.৫০ শতাংশ
ডায়মন্ডহারবার- ৩১.৫১ শতাংশ
যাদবপুর- ২৬.৫৯ শতাংশ
কলকাতা দক্ষিণ- ২৪.০২ শতাংশ
কলকাতা উত্তর- ২৪.০২ শতাংশ
advertisement
এদিকে বাংলার সপ্তম দফায় সকাল ৯টা পর্যন্ত মোট ৭১৫টি অভিযোগ জমা পড়ল কমিশনে। এর মধ্যে বিজেপি ২৫টি, সিপিএম ৪৬টি এবং কংগ্রেস ছ’টি অভিযোগ জানিয়েছে।
দেখতে দেখতে সপ্তম তথা শেষ দফায় এসে দাঁড়িল চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ৷ আর শেষ দফায় ভাগ্য পরীক্ষায় নামতে চলেছেন বাঘা বাঘা সব নেতা৷ বারাণসী থেকে নরেন্দ্র মোদি থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন ভোট পরীক্ষায় বসছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, লালু প্রসাদের কন্যা মিসা ভারতী এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও৷ পশ্চিমবঙ্গে সৌগত রায়, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রথমসারির নেতাদের ভাগ্যপরীক্ষা আজ৷ তালিকায় রয়েছেন বামেদের সুজন চক্রবর্তী, সায়রা শাহ হালিম, সৃজন ভট্টাচার্যের নাম৷ উত্তর কলকাতার পছন্দের সিট থেকে লড়ছেন তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়ও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lok Sabha Elecion 2024: সকাল ১১টা পর্যন্ত ভোটের হার কত? সবথেকে পিছিয়ে উত্তর ও দক্ষিণ কলকাতা... এবারেও এগিয়ে বসিরহাট
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement