West Bengal Governor: 'কতদিন আর...?' রাজ্যপালের প্রশ্নের মুখে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal Governor: ইডি-র আধিকারিকদের মারধর করা হল, রাজ্য পুলিশের ডিজি এখনও চুপ কেন? রাজ্যপালের প্রশ্নের মুখে মুখ্যসচিব।
কলকাতা: শেখ শাহাজান এখনও কেন গ্রেফতার হল না? রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রশ্নের মুখে মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব। কত দিনের মধ্যে তাকে গ্রেফতার করতে পারবেন? মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের থেকে ডেটলাইন চাইলেন রাজ্যপাল। ১ ঘন্টা ১৫ মিনিট মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। সেই বৈঠকেই এই ডেটলাইন চেয়েছেন রাজ্যপাল। রাজভবন সূত্রে এমনই খবর।
ইডি-র আধিকারিকদের মারধর করা হল, রাজ্য পুলিশের ডিজি এখনও চুপ কেন? রাজ্যপালের প্রশ্নের মুখে মুখ্যসচিব। ইডি-র আধিকারিকদের মারধর নিয়ে আপনারা কী পদক্ষেপ নিয়েছেন? উত্তরে মুখ্যসচিব জানান, পৃথক পৃথক অভিযোগ সংশ্লিষ্ট থানায় করা হয়েছে। কেউ গ্রেফতার হয়েছে? রাজ্যপালের প্রশ্নের মুখে পড়েন মুখ্য সচিব। এই ঘটনায় ফের বিস্তারিত রিপোর্ট মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের থেকে চেয়েছেন রাজ্যপাল।
advertisement
advertisement
এদিকে, ইডির বিরুদ্ধে এফআইআর খারিজ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ হাইকোর্টের। হাইকোর্টে বড় স্বস্তি ইডি’র। ২২ জানুয়ারি পরবর্তী শুনানি। রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ।
দুই এফআইআরের কেস ডায়েরি পেশ করতে নির্দেশ।
advertisement
এদিন হাইকোর্টে শুনানিতে ইডির তরফে বলা হয়, বিরাট দুর্নীতি এটা। দুটি বাড়িতে তল্লাশি চালাতে যাওয়া হয়েছিল। ইডির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ইডি তল্লাশিতে গিয়ে আক্রান্ত, রক্তাক্ত, হাসপাতালে ভর্তি করা হয়েছে অফিসারদের৷ এরপরই বিচারপতি জানতে চান, ইডির বিরুদ্ধে অভিযোগকারী কে? ইডি জানায়, দিদার বক্স মোল্লা, বাড়ির কেয়ারটেকার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, ইডি তল্লাশিকে প্রশ্নে মুড়তে এমন মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। শ্লীলতাহানি, হুমকি, জোর করে বাড়িতে ঢোকার মতো ধারায় এফআইআর করা হয়েছে ইডি বিরুদ্ধে। ৪৪৭/৪৪৮/৪২৭/৩৫৪/৩৭৯/৫০৬ এবং ৩৪ ধারায় এফআইআর ইডি আধিকারিকদের বিরুদ্ধে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2024 10:55 PM IST