Jagdeep Dhankhar to Mamata: গণতন্ত্র রক্ষায় শান্তি বজায় রাখতে মমতাকে অনুরোধ রাজ্যপালের, কী বললেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
মমতার ঘোষণার কিছু সময় পরই তাঁর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ট্যুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।
#কলকাতা: রাজ্যের ২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফলে (West Bengal Election Results 2021) ২০০-র বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পরেও খুব বেশি বড় করে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে না৷ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের কোভিড (West Bengal Coronavirus) পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কবে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েও পরে ট্যুইট করেছেন রাজ্যপাল। লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বিধানসভা নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছি। কাল সন্ধে সাতটায় মাননীয় মুখ্যমন্ত্রী রাজভবনে আসবেন দেখা করতে।'
Congratulated @MamataOfficial party win in West Bengal assembly elections. Tomorrow at 7 PM Hon’ble CM will be calling on me at Raj Bhawan.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 2, 2021
advertisement
advertisement
Shared my concern and anguish @MamataOfficial at reports of violence and arson in the state.
Assured by CM that concerned @HomeBengal will be directed to take all steps to maintain peace and tranquillity. Appeal all to observe calm and peace and follow covid protocols. — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 2, 2021
advertisement
মমতার ঘোষণার কিছু সময় পরই তাঁর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ট্যুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তিনি প্রথম ট্যুইটে লিখেছেন, 'গণতন্ত্র হল জনগণের হিতার্থে কাজ করা। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। কোভিড গাইডলাইন মেনে শান্তি বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনকে সাধুবাদ জানাই। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হোম বেঙ্গল, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশকে সব রকম আদেশ পালনের জন্য পদক্ষেপ করার অনুরোধ করি।'
advertisement
Democracy is all about respecting mandate of the people.
Violence has no place in democracy. Appreciate stance @MamataOfficial to observe Covid guidelines and peace. Call upon state apparatus @HomeBengal @WBPolice @KolkataPolice to take all steps to ensure peace and order. — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 2, 2021
advertisement
পরে আরও একটি ট্যুইটে রাজ্যপাল লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন রাজ্যে শান্তি বজায় রাখতে সব রকম পদক্ষেপ করার। সকলের কাছে আবেদন করছি কোভিড নিয়ম মেনে শান্তি বজায় রাখার।'
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দলের কর্মীদের বিজয় মিছিল না করার অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী৷ বরং সংকটের এই মুহূর্তে যাঁদের সাহায্যের প্রয়োজন, তাঁদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ যাঁদের সাহায্য তিনি জানিয়েছেন, আপাতত তাঁর অগ্রাধিকার রাজ্যের করোনা পরিস্থিতিকে সামাল দেওয়া৷ তিনি বলেন, 'সবুজের ঝড়ে কোভিডের ঝড় আমরা থামিয়ে দেব৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2021 8:16 PM IST