শুকিয়ে যাচ্ছে জলঙ্গি পদ্মা ! বিশেষজ্ঞ মহলের কপালে চিন্তার ভাঁজ
Last Updated:
#কলকাতা: দেশ জুড়েই পানীয় জলের আকাল। জলের অভাবে শুকিয়ে যাচ্ছে খেত। নামছে নদীর জলস্তর। কঙ্কালসার খাল-বিল। গলা ভেজাতে নলকূপের সামনে দীর্ঘ লাইন যেন রোজকার ছবি মহারাষ্ট্র-তামিলনাড়ু-কর্নাটকের। নীতি আয়োগের রিপোর্টে বলা হয়েছে, আগামী ১৫ মাসের মধ্যে চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু ও হায়দরাবাদ-সহ ২১ শহরে জলের অভাব দেখা দিতে চলেছে। ২০৩০ সালের মধ্যে ভারতে ৪০ শতাংশ মানুষের কাছে থাকবে না খাওয়ার মতো পানীয় জল। ভারতের বিভিন্ন রাজ্যর মতোই পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা জল সঙ্কটে দেখা গিয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন বিধানসভায়। সেই সঙ্গে শুকিয়ে যাচ্ছে পদ্মা।
এই সময় পদ্মার চর জলে ভর্তি থাকে। এই জলে পাট চাষিরা পাট পচানোর কাজ করেন। তাই এই সময় জল বিশেষ ভাবে দরকার হয়। অন্যান্য বছর এই সময় বর্ষার জলে উপচে পড়ে পদ্মার দু- কুল। কিন্তু যা এ বছর প্রায় শুকনো, ফলে মানুষ হেঁটে বা সাইকেলে পার হচ্ছে জলঙ্গী পদ্মা। পাট চাষিদের মাথায় হাত তারা এই পদ্মার জলের দিকেই তাকিয়ে দিন কাটাচ্ছে। এই জল শূন্য জলঙ্গী পদ্মার রূপচিত্র দেখে বিশেষজ্ঞ মহলেরও কপালে চিন্তার ভাঁজ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 02, 2019 10:33 PM IST







