হাসপাতাল থেকে ছাড়া পেল বিক্রম, দুর্ঘটনাগ্রস্থ গাড়ি পরীক্ষা করে রিপোর্ট দিল অ্যাক্সিডেন্ট রিসার্চ টিম

Last Updated:

হাসপাতাল থেকে ছাড়া পেল বিক্রম, দুর্ঘটনাগ্রস্থ গাড়ি পরীক্ষা করে রিপোর্ট দিল অ্যাক্সিডেন্ট রিসার্চ টিম

#কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিনই অভিনেতা বিক্রমের বিরুদ্ধে তৎপর পুলিশ। অভিনেতাকে তলব করে হাসপাতালে গিয়ে নোটিস ধরাল পুলিশ। তিন দিনের মধ্যে বিক্রম চট্টোপাধ্যায়কে টালিগঞ্জ থানায় হাজিরা দিতে হবে। বৃহস্পতিবার দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পরীক্ষা করে কলকাতা পুলিশের অ্যাক্সিডেন্ট রিসার্চ টিম।
মডেল সনিকা সিংয়ের মৃত্যু তদন্তে তৎপর পুলিশ। এবার অভিনেতা বিক্রমকে তলব করল টালিগঞ্জ থানা। বৃহস্পতিবার বাইপাস সংলগ্ন নার্সিংহোম থেকে ছাড়া পান অভিনেতা। তার আগেই হাসপাতালে গিয়ে বিক্রমকে হাজিরার নোটিস ধরায় পুলিশ।
 বিক্রমকে হাজিরার নোটিস
- ৩ দিনের মধ্যে বিক্রমকে হাজিরা দিতে হবে
advertisement
- টালিগঞ্জ থানায় অভিনেতাকে তলব করা হয়েছে
- দুর্ঘটনা নিয়ে বিক্রমের বয়ান রেকর্ড করা হবে
advertisement
অভিনেতা বিক্রমের বিরুদ্ধে চারটি জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
৩০৪এ অনিচ্ছাকৃত খুন
২৭৯ বেপরোয়া গাড়ি চালান
৩৩৮ অসতর্ক ভাবে অন্যকে মারাত্মক আঘাত
৪২৭ গাফিলতি
আগেই অভিনেতার গাড়ির ফরেনসিক পরীক্ষা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি খতিয়ে দেখেছে কলকাতা পুলিশের ফ্যাটাল স্কোয়াডও। এদিন দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির পরীক্ষা করে কলকাতা পুলিশের অ্যাক্সিডেন্ট রিসার্চ টিম।
মৃত্যু তদন্তে তৎপর পুলিশ
- হাসপাতাল থেকে নথি সংগ্রহ করে পুলিশ
advertisement
- বিক্রমের কী ধরনের আঘাত লেগেছে তার তথ্য সংগ্রহ করা হয়
- ভবিষ্যতে তাঁর কী চিকিৎসার প্রয়োজন তাও জানাতে চায় পুলিশ
অভিনেতার বয়ান রেকর্ডের আগে আঁটঘাট বেধে এগোতে চাইছেন তদন্তকারীরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাসপাতাল থেকে ছাড়া পেল বিক্রম, দুর্ঘটনাগ্রস্থ গাড়ি পরীক্ষা করে রিপোর্ট দিল অ্যাক্সিডেন্ট রিসার্চ টিম
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement