#কলকাতা: খুলে যাচ্ছে উল্টোডাঙা উড়ালপুলের একদিকের অংশ। কেএমডিএ-র বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শুক্রবার সকালে উড়ালপুলের বাইপাস থেকে বিমানবন্দরগামী অংশ খুলে দেওয়া হবে। তবে ধরা পড়েছে দীর্ঘমেয়াদি রোগ। উড়ালপুলে আটটি ফাটল চিহ্নিত হয়েছে। মেরামতি করতে সময় লাগবে দু’মাস। সম্ভবত বিমানবন্দর থেকে বাইপাসগামী অংশটিতে কাজ চলার জন্য গাড়ি চলাচল বন্ধ থাকবে।
যানজট থেকে খানিকটা হলেও মুক্তি। খুলে যাচ্ছে উল্টোডাঙা উড়ালপুলের একটি দিক। কেএমডিএ-র বৈঠকে সিদ্ধান্ত হয়, শুক্রবার সকাল থেকে উড়ালপুলের বাইপাস থেকে বিমানবন্দর যাওয়ার অংশটি খুলে দেওয়া হবেকারণ, ওই অংশে গাড়ি চলাচলে কোনও অসুবিধা নেই ৷
বৃহস্পতিবার উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করেন মুম্বইয়ের বরাত পাওয়া সংস্থা। কেএমডিএর উড়ালপুল উপদেষ্টা কমিটির প্রতিনিধিরাও পরীক্ষা নিরীক্ষা করেন। পায়ার ক্যাপের যেখানে ফাটল দেখা যায়, সেখানে ক্রেনে উঠে খুঁটিয়ে দেখেন বিশেষজ্ঞরা। দুই পিলারের গুণগত মান যাচাই হয় আলট্রা সাউন্ড ভেলোসিটি পদ্ধতিতে। পায়ার ক্যাপের জায়গা কেটে নমুনা সংগ্রহ হয়। নমুনা পরীক্ষার রিপোর্ট নিয়ে বৈঠক করে কেএমডিএ। রিপোর্টে ধরা পড়েছে উড়ালপুলের দীর্ঘমেয়াদি রোগ।
- উড়ালপুলের ৮টি অংশে ফাটল চিহ্নিত হয়েছে- যা মেরামতি করতে সময় লাগবে দু’মাস- পায়ার ক্যাপে স্টিল ব্যান্ড দিয়ে মেরামতি করা হবে- মেরামতি করবে ম্যাকিনটস বার্ন সংস্থা- মেরামতির সময় বন্ধ থাকতে পারে বাইপাসগামী অংশ- বিকল্প হিসেবে বেইলি ব্রিজ চালুর চেষ্টা হবে
দু’হাজার দশে উলটোডাঙা উড়ালপুল তৈরির পর দু’হাজার তেরোয় খুলে পড়ে একাংশ। মেরামতি করা সেই অংশেই ফের ফাটল দেখা দিয়েছে।