Employment Opportunities: বাংলায় শিল্পের সম্ভাবনা! কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিনিয়োগে আগ্রহী বিদেশি সংস্থা, প্রচুর কর্ম সংস্থানের সুযোগ
- Published by:Ratnadeep Ray
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Industry in West Bengal: রাজ্যে এসেছেন ব্রিটেনের ১৭ জনের একটি প্রতিনিধি দল। তাঁরা ঘুরে দেখেছেন বাংলার শিল্প পরিবেশ। এই প্রতিনিধি দলে রয়েছেন লগ্নিতে আগ্রহী দু’টি সংস্থার কর্তারাও।
কলকাতা: রাজ্যে এসেছেন ব্রিটেনের ১৭ জনের একটি প্রতিনিধি দল। তাঁরা ঘুরে দেখেছেন বাংলার শিল্প পরিবেশ। এই প্রতিনিধি দলে রয়েছেন লগ্নিতে আগ্রহী দু’টি সংস্থার কর্তারাও। কলকাতার ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং জানান, রেডক ও প্রেফারি নামে দুই সংস্থা বাংলায় লগ্নির সিদ্ধান্ত নিয়েছে। এই লগ্নির ফলে রাজ্যের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে প্রত্যক্ষ ছয় শতাধিক কর্মসংস্থান হবে।
পরোক্ষভাবে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এই সংস্থাগুলি। বাবুল সুপ্রিয় জানিয়েছেন, ব্রিটিশ প্রতিনিধি দলটি সিলিকন ভ্যালি, ব্রিটিশ টেলিকম এবং টিসিএসের ক্যাম্পাস ঘুরে দেখেন। রাজ্যের তথ্য-প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়ের সঙ্গে সেই মর্মে বৈঠক হয় তাদের। রাজ্যের তথ্য-প্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, রাজ্যের তথ্য-প্রযুক্তি ক্ষেত্র ঘুরে দেখেছেন ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্যরা।তাঁরা বাংলায় লগ্নিতে আগ্রহী বলে জানিয়েছেন।
advertisement
advertisement
ব্রিটেন থেকে ১৭ জনের যে প্রতিনিধি দল সোম ও মঙ্গলবার রাজ্য সফরে এসেছে, লগ্নিতে আগ্রহী সংস্থা দু’টির কর্তারাও রয়েছেন তাতে। ফ্লেমিং জানান, রেডক এবং প্রেফারি নামের ওই দুই সংস্থা কলকাতায় লগ্নির সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রত্যক্ষ ভাবে ৬০০-র বেশি কর্মসংস্থান হবে। তবে কত টাকা লগ্নি করা হবে তা নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। মূলত, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে কাজ করে তারা।
advertisement
প্রতিনিধি দলে ইংল্যান্ডের ১৭টি প্রথম সারির সেমিকনডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে কাজ করে, এমন সংস্থার প্রতিনিধিরা রয়েছেন। ফ্লেমিং জানান, এ রাজ্যে লগ্নি করার বেশ কয়েকটি কারণ রয়েছে। এগুলি হল— দক্ষ কর্মী পাওয়ার সুবিধা, তুলনায় কম খরচ এবং কর্মীদের মধ্যে চাকরি ছাড়ার প্রবণতা কম থাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2024 4:31 PM IST