LPG Gas Price Hike: গ্যাসের দাম বাড়তেই পকেটে কোপ! রাজপথে উনুন জ্বালিয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের

Last Updated:

LPG Gas Price Hike: বেড়েছে গ্যাসের দাম। গান বেঁধে রাস্তায় উনুন জ্বালিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচী তৃণমূল কংগ্রেসের। মনোহরপুকুরে রাস্তায় উনুন জ্বালিয়ে রুটি আর তরকারি রান্না করলেন চন্দ্রিমা ভট্টাচার্য।

* দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের, অভিনব প্রতিবাদ তৃণমূলের
* দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের, অভিনব প্রতিবাদ তৃণমূলের
কলকাতা: বেড়েছে গ্যাসের দাম। গান বেঁধে রাস্তায় উনুন জ্বালিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচী তৃণমূল কংগ্রেসের। মনোহরপুকুরে রাস্তায় উনুন জ্বালিয়ে রুটি আর তরকারি রান্না করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সম্প্রতি গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। ৫০ টাকা করে বাড়ানো হয়েছে গ্যাসের দাম। প্রভাব পড়েছে ভরতুকি যুক্ত সিলিন্ডারেও। বিশেষ করে যারা উজ্জ্বলা যোজনার গ্রাহক তাদেরও। এই মুল্যবৃদ্ধির বাজারে বাড়ির মহিলাদের যে ধরণের অসুবিধায় পড়তে হয়, তাই তুলে ধরা হয়েছে প্রতিবাদে।
এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কেন্দ্র বড় বড় কথা বলে, আর গ্যাসের দাম বাড়িয়ে সংসার চালানো বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই প্রাচীন পন্থায় মাটির উনুনে রান্না করতে হবে। সেই কাজ করলাম। চন্দ্রিমা ভট্টাচার্যর অভিযোগ, ভরতুকি যুক্ত সিলেন্ডার বছরে পাঁচটা। তা দিয়ে নিশ্চিত করে সারাবছর চলে না। ফলে মানুষের অসুবিধা ও দুর্ভোগ দুই বাড়ছে।
advertisement
advertisement
তৃণমূল নেতৃত্বের দাবি, ২০২২-২৩ সালের তথ্য অনুযায়ী উজ্জ্বলা যোজনায় ৯ কোটি ৫৮ লক্ষ মহিলার নাম অন্তর্ভুক্ত ছিল। তার মধ্যে ১ কোটি ১৮ লক্ষ মহিলা একবারের জন্যও গ্যাস সিলিন্ডার পাননি! আর ১ কোটি ৫১ লক্ষ মহিলা সারাবছরে সিলিন্ডার পেয়েছেন মাত্র একটি। আর অন্যরা সারাবছরে মাত্র চারটি গ্যাস সিলিন্ডার তুলতে পেরেছেন। অর্থাৎ মোদির সাধের উজ্জ্বলা যোজনা মুখ থুবড়েই পড়েছে।
advertisement
তৃণমূলের মতে, এবার ৫০ টাকা দামবৃদ্ধিতে আরও সমস্যায় পড়ল সাধারণ মানুষ। কেন্দ্রের আরও একাধিক জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধেও সরব হয়েছে তৃণমূল। যেমন নয়শোর বেশি ওষুধের দাম বেড়েছে। স্বাস্থ্য বিমায় জিএসটি চেপেছে ১৮ শতাংশ। সর্বোপরি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ মোদি সরকার পুরোপুরি ব্যর্থ। গত বেশ কয়েক বছর ধরে উজ্জ্বলা গ্যাসের গ্রাহকেরা, বিশেষ করে দরিদ্র পরিবারের মহিলারা গ্যাস সিলিন্ডার ব্যবহার অনেকটা কমিয়ে দিয়েছেন বলে জানান।
advertisement
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এত দিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে ৫০৩ টাকা দিতে হত। দাম বৃদ্ধির ফলে তাঁদের ৫৫৩ টাকা করে দিতে হবে। এর জেরে বিপাকে পড়েছেন গ্রাহকেরা। কলকাতায় সাধারণ গ্রাহকদের ৮৭৯ টাকা করে দিতে হচ্ছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
LPG Gas Price Hike: গ্যাসের দাম বাড়তেই পকেটে কোপ! রাজপথে উনুন জ্বালিয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement