সব্যসাচীকে বিধাননগরের মেয়র পদে ইস্তফার নির্দেশ দিল তৃণমূল
Last Updated:
রবিবারই তৃণমূল ভবনে বৈঠকে ঠিক হয়ে গিয়েছিল, ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ই সামলাবেন বিধাননগরের মেয়রের দায়িত্ব৷ যদিও সব্যসাচীর দাবি, তাঁর কাছে কোনও বার্তা আসেনি৷
#কলকাতা: সব্যসাচী দত্তকে বিধাননগরের মেয়রের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম৷ ফোনে সব্যসাচীকে মেয়র পদ ছাড়ার নির্দেশ দেন তিনি৷ রবিবারই তৃণমূল ভবনে বৈঠকে ঠিক হয়ে গিয়েছিল, ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ই সামলাবেন বিধাননগরের মেয়রের দায়িত্ব৷ যদিও সব্যসাচীর দাবি, তাঁর কাছে কোনও বার্তা আসেনি৷
সব্যসাচী দত্তকে নিয়ে বিতর্কের মাঝেই বিধাননগরের মেয়রের কাজকর্ম শুরু করে দেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়৷ তাপসের কথায়, 'আইনি বাধ্যবাধকতা রয়েছে৷ তা মাথায় রেখেই কাজ করছি৷'
রবিবার বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম৷ সেই বৈঠকে ডাকা হয়নি সব্যসাচী দত্তকে৷ সেখানেই বিধাননগরের মেয়র দায়িত্বের অনেকটাই কাট-ছাঁট হয়েছে৷ ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত বিধাননগরের মেয়রের কাজ সামলাবেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়৷ বেশ কয়েক দিন ধরেই সব্যসাচীর বিরুদ্ধে নানা দলবিরোধী কাজের অভিযোগ উঠছে৷ এরই মধ্যে গত শুক্রবার বিদ্যুৎ ভবনে তৃণমূল কর্মী সংগঠনের বৈঠকে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করেন সব্যসাচী ৷ এরপরই ঘুঁটি সাজাতে শুরু করে তৃণমূল নেতৃত্ব ৷ এরই মধ্যে জল্পনা বেড়েছে বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে বৈঠক নিয়ে৷ সব বিধাননগরের মেয়র তথা তৃণমূল বিধায়ক বিধাননগরের
advertisement
advertisement
মুকুল রায় দাবি করেন, গত লোকসভা নির্বাচনে তাদের পক্ষেই ছিলেন সব্যসাচী। এরপরেই এদিন সন্ধ্যায় সব্যসাচী দত্তর সঙ্গে বৈঠক করতে বিধাননগরে হাজির হন মুকুল রায়৷ বৈঠক হয় বিধানননগরের সুইমিং পুল অ্যাসোসিয়েশনে৷
মেয়র পদ থেকে সরার বিষয়ে সব্যসাচীর প্রতিক্রিয়া, 'দল যোগাযোগ করলে কথা বলব৷ রবিবারের বৈঠক নিয়ে কথা হয়নি৷ আমার কাছে কোনও বার্তা আসেনি৷'
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2019 3:14 PM IST