#কলকাতা: বিজেপিতে যোগ দেওয়া ইস্তক তৃণমূলের দুর্নীতি নিয়ে বারবার সরব হয়েছেন বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই মধ্যে নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়দের গ্রেফতারি ফের ওই ঘটনায় আলো ফেলে শুভেন্দুর উপরও। যদিও শুভেন্দুকে গ্রেফতারি তো দূর, বরং ওই ঘটনায় বিজেপির প্রভাব খাটানোর অভিযোগ উঠছে বারবার। এবার নারদ মামলায় সিবিআই-এর আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতার সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক করার অভিযোগ উঠল। একজন অভিযুক্তের সঙ্গে সিবিআই-এর আইনজীবীর বৈঠক নিয়েই তৈরি হয়েছে জল্পনা। বিষয়টি নিয়ে ট্যুইটারে সরব হয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও।
তৃণমূল মুখপাত্র ট্যুইটারে লিখেছেন, 'নারদ কেলেঙ্কারির এফআইআরে নাম থাকা অভিযুক্ত ব্যক্তি সিবিআই-এর আইনজীবী (SG) তুষার মেহতার সঙ্গে বৈঠক করলেন কেন? বিজেপি মধ্যস্থতা করে বাঁচাচ্ছে? অবিলম্বে সেই অভিযুক্তের গ্রেপ্তার চাই।' যদিও শুভেন্দুর নাম তিনি উল্লেখ করেননি ট্যুইটে। তবে, সেই ব্যক্তি যে শুভেন্দু অধিকারীই, তা স্পষ্ট বলেই মত রাজনৈতিক মহলের।
নারদ কেলেঙ্কারির এফ আই আরে নাম থাকা অভিযুক্ত ব্যক্তি সিবিআইর আইনজীবী (SG) তুষার মেহতার সঙ্গে বৈঠক করলেন কেন? বিজেপি মধ্যস্থতা করে বাঁচাচ্ছে? অবিলম্বে সেই অভিযুক্তের গ্রেপ্তার চাই।@MamataOfficial @BJP4India @abhishekaitc @AITCofficial
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 1, 2021
নারদ মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হল না, এর কারণও অবশ্য ব্যাখ্যা করেছে CBI। ২০১৪ সালে যখন এই অপরাধের ঘটনা ঘটে, তখন শুভেন্দু অধিকারী সংসদ সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চালানোর জন্য কোনও অনুমতি মেলেনি বলেই দাবি সিবিআই-এর। কিন্তু এবার শুভেন্দুর সঙ্গে সিবিআই-এর আইনজীবী তুষার মেহেতার বৈঠক নিয়ে পাল্টা আসরে নামলেন শাসক দল তৃণমূলের নেতা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kunal Ghosh, Narada Case, Suvendu Adhikari, TMC Leader