Threat e mail in Kolkata: উড়িয়ে দেওয়া হবে রাজ ভবন, যাদুঘর! একের পর এক সরকারি দফতরেও হুমকি ই মেল, তোলপাড় কলকাতা

Last Updated:

এই খবর পাওয়ার পরই কলকাতা পুলিশের এসটিএফ সক্রিয় হয়েছে৷ রাজ ভবন, ভারতীয় যাদুঘরে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি শুরু করার পাশাপাশি নিরাপত্তাও বাড়ানো হয়েছে৷

কলকাতা: রাজ ভবন, যাদুঘর সহ কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসে বিস্ফোরণ ঘটানো হবে বলে একযোগে ই মেল এল৷ রাজ ভবন, যাদুঘর উড়িয়ে দেওয়ার এই হুমকি ই মেলে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে৷
এ দিন দুপুরে প্রায় একই সময় রাজ ভবন, কলকাতা যাদুঘর সহ বিভিন্ন দফতরে এই হুমকি ই মেল এসে পৌঁছয়৷ সেখানে দাবি করা হয়েছে, রাজ ভবন, যাদুঘরে প্রচুর পরিমাণে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে৷ যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটিয়ে বহু মানুষের প্রাণহানির হুমকি দেওয়া হয়েছে ওই ই মেলে৷
advertisement
advertisement
এই খবর পাওয়ার পরই কলকাতা পুলিশের এসটিএফ সক্রিয় হয়েছে৷ রাজ ভবন, ভারতীয় যাদুঘরে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি শুরু করার পাশাপাশি নিরাপত্তাও বাড়ানো হয়েছে৷ পাশাপাশি, কোন আইপি অ্যাড্রেস থেকে এই হুমকি ই মেল পাঠানো হল তা খতিয়ে দেখছে পুলিশ৷
হাওড়ার একটি সরকারি দফতরেও এই ই মেল এসেছে বলে খবর৷ একই ই মেল আইডি থেকে সবকটি জায়গায় এই হুমকি ই মেল পাঠানো হয়েছে বলে খবর৷ রাজ ভবন, ভারতীয় যাদুঘরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে৷
advertisement
পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে এই একই ধরনের হুমকি ই মেল এসেছিল কলকাতা বিমানবন্দরেও৷ পর পর হুমকি ই মেল একই জায়গা থেকে আসছে কি না, আইপি অ্যাড্রেসের সূত্র ধরে তা খতিয়ে দেখছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Threat e mail in Kolkata: উড়িয়ে দেওয়া হবে রাজ ভবন, যাদুঘর! একের পর এক সরকারি দফতরেও হুমকি ই মেল, তোলপাড় কলকাতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement