পদ্মশ্রী পাচ্ছেন রাজ্যের পাঁচ জন

Last Updated:

প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করল কেন্দ্র। সেই তালিকায় রয়েছেন রাজ্যের পাঁচ জন।

#নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করল কেন্দ্র। সেই তালিকায় রয়েছেন রাজ্যের পাঁচ জন। সবজি বিক্রি করে হাসপাতাল গড়েছেন ঠাকুরপুকুরের সুভাষিণী মিস্ত্রী। পদ্ম প্রাপকদের তালিকায় রয়েছে সমাজকর্মী সুধাংশু বিশ্বাস। পদ্মশ্রী পাচ্ছেন সঙ্গীতজ্ঞ বিজয় কিচলু। সাহিত্যে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন কৃষ্ণবিহারী মিশ্র। বিজ্ঞানে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন অমিতাভ রায়।
‘পদ্ম’ তালিকায় রাজ্যের ৫
- পদ্মশ্রী পাচ্ছেন সমাজকর্মী সুভাষিণী মিস্ত্রি
advertisement
- পদ্মশ্রী পাচ্ছেন সমাজকর্মী সুধাংশু বিশ্বাস
- পদ্মশ্রী পাচ্ছেন সঙ্গীতজ্ঞ বিজয় কিচলু
- পদ্মশ্রী পাচ্ছেন সাহিত্যিক কৃষ্ণবিহারী মিশ্র
- বিজ্ঞানে পদ্মশ্রী পাচ্ছেন অমিতাভ রায়
পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় রয়েছেন স্বাধীনতা সংগ্রামী তথা সমাজকর্মী সুধাংশু বিশ্বাসও। ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। ছেলে বেলাতেই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন সুধাংশু বিশ্বাস। ক্লাস সেভেন পড়াকালীন স্বাধীনতা সংগ্রামী নৃপেন চক্রবর্তীর সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই শুরু। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। দীর্ঘ দিন জেলও খাটতে হয় তাঁকে। পরে সুন্দরবন অঞ্চলে অনাথ শিশুদের জন্য আশ্রম তৈরি করেন। দক্ষিণ ২৪ পরগনার রামকৃষ্ণপুর গ্রামে অনাথদের আশ্রম গড়ে তোলেন। তাঁর আশ্রমে শিশুদের পড়াশোনা ও সমাজে প্রতিষ্ঠিত হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। ৯৮ বছর বয়সে আজও তিনি দেশসেবার কাজ করে চলেছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পদ্মশ্রী পাচ্ছেন রাজ্যের পাঁচ জন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement