Diabetes: সুগার বেড়েছে মারাত্মক? চোখের জ্যোতি ঠিক আছে কিনা জানাবে এই যন্ত্র! করতে হবে না রক্ত পরীক্ষা

Last Updated:

Diabetes: শরীরে ভারী মাত্রায় মধুমেয়! রক্ত পরীক্ষা ছাড়াই এবার চোখের জ্যোতি ঠিক আছে কি না জানাবে যন্ত্র! আবিষ্কার বাঙালি বিজ্ঞানীর। 

চোখের জ্যোতি ঠিক আছে কিনা জানাবে 'এই' যন্ত্র!
চোখের জ্যোতি ঠিক আছে কিনা জানাবে 'এই' যন্ত্র!
কলকাতা: মধুমেয় বা ডায়াবেটিস রোগে আক্রান্ত হলে অনেক ক্ষেত্রেই বহু মানুষ অবহেলা করেন৷ যার ফলে কিডনি থেকে চোখের জ্যোতি সবই ক্ষয়ের দিকে এগোতে থাকে। এবার চোখের জ্যোতির এই সমস্যা দূর করতে নতুন যন্ত্র নিয়ে হাজির এক বাঙালি বিজ্ঞানী। বাঙালি গবেষক শুভ্রদীপ ঘোষের দাবি, তিনি এমন এক যন্ত্রের আবিষ্কার করেছেন যা চোখের জলের সম্পেল দিয়ে বোঝা যাবে মধুমেয়র ফলে চোখের দৃষ্টি শক্তির কোনও সমস্যা হচ্ছে কি না! এই যন্ত্র আবিষ্কার করে গড়িয়ার এই তরুণ গবেষক অ্যাকাডেমিক পেটেন্টও পেয়েছেন। আগামী দিনে এই যন্ত্রের সুবিধা সাধারণ মানুষও যেন পান তার জন্য বাজারজাত করতে চাইছেন এই নতুন যন্ত্র।
চিকিৎসকেরা জানিয়েছেন, ডায়াবেটিসের ফলে মানুষের চোখে যে অসুখ হয় তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ডায়াবেটিস রেটিনোপ্যাথি’। এই রোগের ফলে চোখের ভিতরে ভিশনের যে পাত রয়েছে তাতে একটা আস্তরণ তৈরি হয়। ফলে চোখের দৃষ্টিতে একটি কালো বড় বড় ছোপ দেখা যায়। শরীরে ডায়াবেটিস মাত্রাতিরিক্ত হলে এর ফলে দৃষ্টি শক্তি ক্ষয়ও হতে পারে। তবে এই যন্ত্র যে আগামী দিনে মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠবে সেই বিষয়ে আশাবাদী এই যন্ত্রের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা।
advertisement
আরও পড়ুন- বড়সড় বিপাকে পড়েছেন ইমন চক্রবর্তী, ওপার বাংলা থেকে সাহায্য চাইলেন গায়িকা, হঠাৎ হলটা কী?
advertisement
আরও পড়ুন-  ‘আমি যদি বিয়ে করতে চাই…’ ললিত মোদিকে নিয়ে বিস্ফোরক সুস্মিতা! মুখ খুলতেই তোলপাড়
বর্তমানে শুভ্রদীপ ঘোষ ইসরোয় কর্মরত। স্কুল জীবন কেটেছে কলকাতার পাঠভবনে। পরবর্তীকালে হেরিটেজ থেকে পড়াশোনা করেন মাস্টার্স করার জন্য পাড়ি দেন গৌহাটি আইআইটিতে। সেখানেই একটা প্রজেক্ট হিসাবে তিনি বানিয়ে ফেলেন এই যন্ত্র। যেখানে চোখের জলের সাহায্যে ডায়াবেটিসের ফলে চোখের এই রোগ শনাক্ত করা সম্ভব।
advertisement
শুভদীপ ঘোষ জানিয়েছেন, ‘আমরা দেখেছি ডায়াবেটিসের যে কোনও পরীক্ষা করতে গেলেই ইনসুলিন অথবা রক্ত পরীক্ষা করতে হয়। কিন্তু আমার এই যন্ত্রের সাহায্যে শরীরে কোনওরকম সুঁচ জাতীয় কিছু না দিয়েও শুধুমাত্র চোখের জল দিয়ে প্রোটিনের সেই মলিকিউলকে সনাক্ত করা সম্ভব। এতে আগামী দিনে বহু মানুষ উপকৃত হতে পারেন।’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Diabetes: সুগার বেড়েছে মারাত্মক? চোখের জ্যোতি ঠিক আছে কিনা জানাবে এই যন্ত্র! করতে হবে না রক্ত পরীক্ষা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement