তিন খুদের ঝড় সোশ্যাল মিডিয়ায়, বড়-ছোট্টর দুর্দান্ত গান ও মেজ তবলায় কাড়ল নজর

Last Updated:

ইংরেজিতে একটি কথা আছে মর্নিং শোজ দ্য ডে ৷ অর্থাৎ দিনের শুরুতেই বোঝা যায় যে দিন কেমন যাবে ?

#কলকাতা: ফের প্রমাণ হল আমাদের দেশে প্রতিভার কোনও অভাব নেই ৷ ছোট থেকে বড় বিভিন্ন ক্ষেত্রেই প্রতিভার বিচ্ছুরণ ঘটছে ৷ তিনটি ছোট খুদে গাইতে বসেছে গান ৷ সব থেকে বড় ও ছোট গান গাইছে ৷ আর মেজ বাজাচ্ছে তবলা ৷ হারমনিয়াম ও তবলায় মিলে মিশে একাকার সুরের সুরভি ৷
মন প্রাণ ঢেলে তারা গাইছে গান ৷ নিরবিচ্ছিন্ন অঙ্গে, গলা ছেড়ে গান গাইছে তারা ৷ ইংরেজিতে একটি কথা আছে মর্নিং শোজ দ্য ডে ৷ অর্থাৎ দিনের শুরুতেই বোঝা যায় যে দিন কেমন যাবে ? তবে যাই হোক এই কচিকাঁচাদের জন্য রইল অনেক শুভেচ্ছা ৷
advertisement
এই শিশুদের দেখে মনে হচ্ছে ভাল ভবিষ্যত তাদের জন্য অপেক্ষা করছে মাঝপথে যদি বিগড়ে বা বিভ্রান্ত না হয়ে থাকে ৷ নতুন পথের দিশারি হবে ৷ মুখ উজ্জ্বল করবে দেশের ও দশের সঙ্গে বাবা ও মায়েরও ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
তিন খুদের ঝড় সোশ্যাল মিডিয়ায়, বড়-ছোট্টর দুর্দান্ত গান ও মেজ তবলায় কাড়ল নজর
Next Article
advertisement
'প্রচণ্ড ব্যথা হচ্ছিল, রাগে কামড়ে দিলাম'...উত্তরপ্রদেশে কালো গোখরো সাপের ছোবল খেয়ে পাল্টা কৃষকেরও!
'রাগে সাপটাকে কামড়ে দিলাম'...কালো গোখরোর ছোবল খেয়ে পাল্টা কৃষকেরও! উত্তরপ্রদেশে অবাক কাণ্ড
  • হারদোই জেলার পুষ্পতালি গ্রামে কৃষক পুণিতকে কালো গোখরো সাপ কামড়ালে তিনি রাগে সাপটিকে কামড়ে দেন.

  • সাপের কামড়ে প্রচণ্ড ব্যথা হলেও পুণিত সাহস হারাননি এবং সাপটিকে কামড়ে দেন, সাপটি ঘটনাস্থলেই মারা যায়.

  • পুণিতকে দ্রুত হারদোই মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা করা হয় এবং তিনি সুস্থ হন.

VIEW MORE
advertisement
advertisement