West Bengal Governor: বিশ্বকাপের ম্যাচে ইডেনের টিকিটে কালোবাজারি?এ বার ম্যাচ দেখানোর ব্যবস্থা করলেন রাজ্যপাল

Last Updated:

West Bengal Governor: তার জেরে রাজভবনে এ বার ক্রিকেটপ্রেমীদের রবিবারের ভারত - দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখানোর নির্দেশ দিলেন খোদ রাজ্যপাল।

কলকাতা: আগামিকালকের বিশ্বকাপের ম্যাচের টিকিট নির্দিষ্ট দামে না পাওয়ায় এবার কি সরাসরি নাম না করে সিএবির বিরুদ্ধেই সরব হলেন রাজ্যপাল? শনিবার সন্ধ্যেবেলা রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হল আগামিকাল অর্থাৎ রবিবার এর বিশ্বকাপের ম্যাচের টিকিট নির্দিষ্ট দামে পাওয়া যাচ্ছে না। এমন অভিযোগ এসেছে রাজভবনে। তার জেরে রাজভবনে এ বার ক্রিকেটপ্রেমীদের রবিবারের ভারত – দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখানোর নির্দেশ দিলেন খোদ রাজ্যপাল।
আগামিকাল অর্থাৎ রবিবার রাজভবনে করা হবে “জনতা ক্রিকেট স্টেডিয়াম”। এই জনতা ক্রিকেট স্টেডিয়ামের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের জন্য খেলা দেখানোর ব্যবস্থা করছেন রাজ্যপাল। তবে রাজভবনের তরফে দেওয়া বিবৃতিতে নির্দিষ্ট করে কোন ক্রিকেট স্টেডিয়ামের নাম উল্লেখ করা হয়নি।
একাংশ মনে করছে নাম না করে এই বিবৃতিতে ইডেন গার্ডেনে আয়োজিত ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট এর দাম নিয়েই সরব হলেন রাজ্যপাল। রাজভবনের তরফে জানানো হয়েছে এই ম্যাচ দেখানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে স্ক্রিনের। ওয়াইড স্ক্রিনের মাধ্যমে ক্রিকেটপ্রেমীরা আগামিকালের ম্যাচ রাজভবনে বসে দেখার সুযোগ পাবেন। এমনটাই রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। আগামিকালের ম্যাচ দেখার জন্য রাজভবনের গেট দুপুর বারোটা থেকে দুপুর দু’টো পর্যন্ত খোলা থাকবে।
advertisement
advertisement
যে কেউ তাদের সচিত্র পরিচয়পত্র নিয়ে আসতে পারবেন। তবে যারা প্রথমে আসবেন তারাই রাজভবনের লনে বসে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পাবেন। তার জন্য আসন সংখ্যা ও রয়েছে সীমিত।
৫০০ জনের বসার ব্যবস্থা করছে রাজভবন। পাশাপাশি ক্রিকেটপ্রেমীরা আগামিকাল ইডেন গার্ডেন্স থেকে সামান্য কয়েকশো মিটার দূরে রাজভবনে বসে ম্যাচ দেখার জন্য অনলাইনেও আবেদন করতে পারেন। রাজভবনের তরফে তার জন্য ইমেইল আইডি ও দেওয়া হয়েছে। aamnesaame.rajbhvankolkata@gmail.com এই ইমেইল আইডির মাধ্যমে ক্রিকেটপ্রেমীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী কালকের ম্যাচ রাজভবনে বসে দেখার জন্য।
advertisement
তবে আগামিকাল যারা আসবেন ম্যাচ দেখতে তাঁদেরকে নিয়ে আসতে হবে সচিত্র পরিচয়পত্র। রাজভবনের তরফে জানানো হয়েছে, আধার বা ড্রাইভিং লাইসেন্স-এর মতো সচিত্র পরিচয় পত্র নিয়ে এলেই রাজভবনের ভেতরে প্রবেশের অনুমতি পাওয়া যাবে। প্রসঙ্গত ইতিমধ্যেই ইডেনের ম্যাচকে কেন্দ্র করে টিকিটের কালোবাজারি কে কেন্দ্র করে কলকাতা পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। পাশাপাশি সিএবি র থেকেও টিকিট বিক্রি সংক্রান্ত নথি চেয়েছিল কলকাতা পুলিশ। আর এবার ইডেনের টিকিট তরজা নিয়ে রাজভবনেই নেওয়া হল গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একদিকে যখন রবিবার ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের উত্তাপ চলবে ইডেন গার্ডেন স্টেডিয়ামে ঠিক তার থেকে কয়েকশো মিটার দূরে রাজভবনেও এই ম্যাচ দেখার উত্তাপও চলবে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Governor: বিশ্বকাপের ম্যাচে ইডেনের টিকিটে কালোবাজারি?এ বার ম্যাচ দেখানোর ব্যবস্থা করলেন রাজ্যপাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement