ইএম বাইপাসে দাউদাউ করে জ্বলছে... পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি! কীভাবে লাগল আগুন? দেখুন ভিডিও

Last Updated:

ইএম বাইপাসের ধারে ভয়াবহ আগুন। বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপা এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। এদিন দুপুরে হঠাৎ আগুন লাগে বাইপাসের ধারে একটি প্লাস্টিকের গুদামে।

+
ভয়াবহ

ভয়াবহ আগুন ইএম বাইপাসে

সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা:  ইএম বাইপাসের ধারে ভয়াবহ আগুন। বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপা এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। এদিন দুপুরে হঠাৎ আগুন লাগে বাইপাসের ধারে একটি প্লাস্টিকের গুদামে। এই আগুন লাগার পরেই তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। স্থানীয়দের দাবি, কারখানার আশপাশের বেশ কয়েকটি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন আরও ছড়িয়ে পড়়ার আশঙ্কা করছেন স্থানীয়েরা। খবর দেওয়া হলে দমকলে। কিন্তু, এর মাঝেই দমকল আসতে দেরি করে বলে অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
এ দিকে এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায়, অনেকেই ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। একাধিক ঝুপড়িতেও আগুন লেগে যায় বলে অভিযোগ। যদিও দমকলের দাবি, এলাকার রাস্তা খুবই সরু। ফলে গাড়ি নিয়ে ঢুকতে বেগ পেতে হয় তাদের। এমনকি বেশ কিছুটা এলাকা পাইপ টেনে নিয়ে এসে কাজ করতে হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, বুধবার দুপুরে ধাপা এলাকার ওই কারখানার গোডাউনে প্রথমে আগুন লাগে। ওই গোডাউনে অনেক প্লাস্টিকজাত দ্রব্য মজুত ছিল। সেই থেকে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে।
advertisement
advertisement
তবে সময়মতো দমকল না-আসায় আগুন বেশি ছড়িয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের। দমকল সূত্রে খবর, খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় চারটি ইঞ্জিন। বেলা ৩ টের কিছু পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। তবে আগুন নজরে আসার পর প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। স্থানীয় এক পুকুর থেকে জল তুলে দেওয়া হয়। তবে, আগুনের তীব্রতা বেশি থাকায়, তা ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়িতে। বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের।
বাংলা খবর/ খবর/কলকাতা/
ইএম বাইপাসে দাউদাউ করে জ্বলছে... পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি! কীভাবে লাগল আগুন? দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement