নিউটাউনের হজহাউজে কোয়ারিন্টনে রাখা হল তাবলিগি জামাত যোগে রাজ্যের ১২৫ জনকে

Last Updated:

এদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা ১৯৫ জন। ৩০৩ জনের মধ্যে বিদেশী রয়েছেন ১০৮ জন।

#কলকাতা: দিল্লির নিজামুদ্দিন কাণ্ডের যোগ পাওয়া গেল বাংলাতেও। নিজামুদ্দিন এ সংগঠিত হওয়া ইসলামী সংগঠন তাবলিগি জামাতের সভায় হাজির হয়েছিলেন বাংলা ও বিদেশ থেকে আসা বেশ কিছু সমর্থক। সব মিলিয়ে সংখ্যাটা বেশ চোখে পড়ার মতই। এদের সবাইকে গৃহ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। দিল্লির নিজামুদ্দিনের জামাতে যাওয়া মোট ৩০৩ জনকে নিউটাউনের হজহাউজ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।এদের মধ্যে মহিলা আছেন ১২ জন।
এদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা ১৯৫ জন। ৩০৩ জনের মধ্যে বিদেশী রয়েছেন ১০৮ জন। পশ্চিববঙ্গের দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা এই সব জেলা থেকেই মূলত নিজামুদ্দিনের তাবলিগি জামাতের সভায় যোগ দিয়েছিলেন এরা সকলে। যে সব বিদেশীরা রয়েছেন তাদের মধ্যে ৩৪ জন ইন্দোনেশিয়ার, ২৫ রয়েছেন মায়ানমারের, ২১ জন  থাইল্যান্ডের৷ ১৯ জন বাংলাদেশি রয়েছেন এবং মালয়েশিয়া ৯ জন রয়েছেন এই তালিকায়৷
advertisement
তাবলিগি জামাতের ওই সভাকে কোভিড ১৯ র হটস্পট বলে চিহ্নিত করার পর চিন্তার ভাজ পড়েছে সব রাজ্য প্রশাসনের কপালেই। সম্প্রতি  ইন্দোরে এই সভায় যোগ  দিতে যাওয়া ব্যাক্তিদের চিহ্নিত করতে গিয়ে বড় সড় বিক্ষোভের মুখে পড়ে মধ্যপ্রদেশের পুলিশ। শেষমেশ বাংলা থেকে যোগ দেওয়া সব ব্যক্তিকেই চিহ্নিত করা গিয়েছে এবং তাদের  কোয়ারিন্টিনে রাখা হয়েছে৷ জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিউটাউনের হজহাউজে কোয়ারিন্টনে রাখা হল তাবলিগি জামাত যোগে রাজ্যের ১২৫ জনকে
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement