Suvendu Adhikari meets Narendra Modi: রাজ্যে কার্যকর হোক সিএএ, মোদির সঙ্গে দেখা করে আর্জি শুভেন্দুর

Last Updated:

প্রধানমন্ত্রীর পাশাপাশি এ দিন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে দেখা করেও পশ্চিমবঙ্গে মনরেগা প্রকল্পে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷

#দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে বাংলাতেও সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করার দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পাশাপাশি বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়েও প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন তিনি৷
এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শুভেন্দু বলেন, 'সিএএ তো পাঁচটা রাজ্যে চালু হয়ে গিয়েছে৷ বাংলা তো আলাদা দেশ নয়, ভারতবর্ষের মধ্যেই থাকা একটা রাজ্য৷ রাজস্থানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও সিএএ-কে স্বাগত জানিয়েছেন৷ কেউ কেউ ২১৩টা আসন জিতে ভাবছেন পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ৷ রাজ্যের একটা প্রধানমন্ত্রী আছে৷ নিজস্ব সংবিধান আছে, টাকা ছাপানোর মেশিন আছে৷ কেউ কেউ ভাবতেই পারেন৷ আমরা যাঁরা পড়াশোন করেছি, তাঁরা তো ভাবব না৷'
advertisement
সিএএ কবে রাজ্যে কার্যকর করা হবে, তা নিয়ে নির্বাচনের আগেও যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপি-কে৷ কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্ত দিয়ে জানিয়েছিল, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন এবং খ্রিস্টান শরণার্থীরা নাগরিকত্বের আবেদন করতে পারবেন৷ তবে গুজরাত, রাজস্থান, হরিয়ানা, ছত্তীসগড় ও পঞ্জাবে যাঁরা আশ্রয় নিয়েছেন, তাঁরাই এই আবেদন করতে পারবেন৷ বাংলা, অসমের মতো রাজ্যের নাম এই তালিকায় ছিল না৷ তবে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের আওতায়৷ এর সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র কোনও সম্পর্ক ছিল না৷
advertisement
advertisement
বাংলায় সিএএ কার্যকর করা নিয়ে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও বার বার সরব হয়েছেন৷ ভোট প্রচারে এ রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, করোনা অতিমারির পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই সিএএ সংক্রান্ত প্রয়োজনীয় বিধি তৈরি করে ফেলবে কেন্দ্র৷ তার পরই আইন কার্যকর করতে আর কোনও বাধা থাকবে না৷
প্রধানমন্ত্রীর পাশাপাশি এ দিন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে দেখা করেও পশ্চিমবঙ্গে মনরেগা প্রকল্পে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ জানান রাজ্যের বিরোধী দলনেতা৷ শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের করার কথা জানিয়ে পরে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement
Rajib Chakraborty
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari meets Narendra Modi: রাজ্যে কার্যকর হোক সিএএ, মোদির সঙ্গে দেখা করে আর্জি শুভেন্দুর
Next Article
advertisement
Supreme Court on Unnao Case: উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! দিল্লি হাইকোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
  • কুলদীপ সেঙ্গারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ৷

  • দিল্লি হাইকোর্টের রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট৷

  • নির্দেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অবসরকালীন বেঞ্চের৷

VIEW MORE
advertisement
advertisement