কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনেও চমক! কী কী থাকছে? কত দিন চলবে? জানুন বিশদে

Last Updated:

Kolkata International Film Festival 2025 ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল সাংবাদিক বৈঠকের মাধ্যমে। উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ দিয়ে উদ্বোধন, ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কী কী থাকছে এ বছর?

News18
News18
শুরু হতে চলেছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার রবীন্দ্র সদনে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক সূচনা হয়। আগামী ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এই বছরের চলচ্চিত্র উৎসব। এবারের ফোকাস কান্ট্রি পোল্যান্ড। উদ্বোধনী অনুষ্ঠান হবে ৬ নভেম্বর ধনধান্য অডিটোরিয়ামে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে উত্তম কুমারের কালজয়ী ছবি সপ্তপদী। সেই দিন নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়।
advertisement
এই বছরের উৎসবে মোট ৩৯টি দেশ থেকে ২১৫টি ছবি প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছে ১৮৫টি ফিচার এবং ৩০টি শর্ট ফিল্ম। উৎসবের জন্য মোট ১৮২৭টি সিনেমা জমা পড়েছিল। আঠারোটি ভারতীয় ভাষা এবং একাধিক বিদেশি ভাষার সিনেমা থাকছে এবারে। পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক সিনেমার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে — বিভিন্ন দেশের পরিবেশ বিষয়ক মোট চারটি সিনেমা দেখানো হবে।
advertisement
উৎসব চলবে নন্দন-রবীন্দ্র সদন চত্বরসহ মোট ২১টি ভেন্যুতে। শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটককে, প্রদর্শিত হবে তাঁর একাধিক ছবি। এছাড়াও সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবেন বিখ্যাত পরিচালক রমেশ সিপ্পি।
advertisement
উৎসবের মূল আকর্ষণ:
  • এবারের ফোকাস কান্ট্রি পোল্যান্ড
  • মোট ৩৯টি দেশ থেকে এসেছে ২১৫টি চলচ্চিত্র — এর মধ্যে ১৮৫টি ফিচার এবং ৩০টি শর্ট ফিল্ম
  • উৎসবের জন্য জমা পড়েছিল ১৮২৭টি ছবি
    advertisement
  • প্রদর্শিত হবে ১৮টি ভারতীয় ভাষা এবং একাধিক বিদেশি ভাষার চলচ্চিত্র।
  • পরিবেশ সচেতনতা নিয়ে তৈরি চারটি আন্তর্জাতিক সিনেমা বিশেষভাবে দেখানো হবে।
    প্রতিবছরের মতো এবছরও হবে জনপ্রিয় ‘সিনে আড্ডা’, তবে মুখ্যমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী এবার সেটি হবে “গানে গানে” — মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠান।
    advertisement
    সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, জুন মালিয়া এবং পরিচালক হরনাথ চক্রবর্তী।
    চলচ্চিত্র উৎসবের মাধ্যমে আবারও আলোকিত হতে চলেছে কলকাতা — সিনেমা, সুর, গল্প ও আলোয় ভরে উঠবে শহরের হৃদয়।
    view comments
    বাংলা খবর/ খবর/কলকাতা/
    কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনেও চমক! কী কী থাকছে? কত দিন চলবে? জানুন বিশদে
    Next Article
    advertisement
    আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
    আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
    • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

    • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

    • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

    VIEW MORE
    advertisement
    advertisement