হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সুব্রতও, এসএসকেএম-এ রইলেন শুধু মদন

Last Updated:

শ্বাসকষ্ট সহ বেশ কিছু বার্ধক্যজনিত অসুবিধা ছিল নারদ কাণ্ডে (Narada Scam) ধৃত সুব্রতবাবুর৷ গত কয়েকদিনের চিকিৎসায় সেগুলি অনেকটাই কাটিয়ে উঠেছেন পঞ্চায়েতমন্ত্রী৷

#কলকাতা: ফিরহাদ হাকিম গত শুক্রবারই বাড়ি ফিরেছিলেন৷ এর পর রিস্ক বন্ডে সই করে এসএসকেএম হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান শোভন চট্টোপাধ্যায়ও৷ এবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও৷ এ দিনই সন্ধে সাড়ে সাতটা নাগাদ হাসপাতাল থেকে ছুটি পান তিনি৷ ফলে, আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রইলেন শুধুমাত্র মদন মিত্র৷
শ্বাসকষ্ট সহ বেশ কিছু বার্ধক্যজনিত অসুবিধা ছিল সুব্রতবাবুর৷ গত কয়েকদিনের চিকিৎসায় সেগুলি অনেকটাই কাটিয়ে উঠেছেন পঞ্চায়েতমন্ত্রী৷ এ দিন তাঁকে শারীরিক পরীক্ষার পর ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতালের মেডিক্যাল বোর্ড৷ তবে বাড়িতেই তাঁকে স্পিচ থেরাপি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷ কারণ দীর্ঘদিন ধরেই ভোকাল কর্ডের সমস্যায় ভুগছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷
নারদ কাণ্ডে গত ১৭ মে, সোমবার সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন সুব্রতবাবু৷ এর পরের দিন মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে৷ শ্বাসকষ্ট সহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন তিনি৷ এক সপ্তাহ হাসপাতালে থাকার পর ছুটি পেলেন পঞ্চায়েতমন্ত্রী৷
advertisement
advertisement
সন্ধে সাড়ে সাতটা নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে প্রথমে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় পঞ্চায়েতমন্ত্রীকে৷ সেখানে সরকারি প্রক্রিয়া মিটিয়ে রাত সাড়ে আটটা নাগাদই দক্ষিণ কলকাতার বালিগঞ্জের ফ্ল্যাটে পৌঁছন তিনি৷ আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সেখানেই গৃহবন্দি থাকবেন পঞ্চায়েত মন্ত্রী৷ সুব্রত বাবুর বাড়ি ফেরার খবরে তাঁর ফ্ল্যাটের বাইরে অপেক্ষা করেছিলেন একডালিয়া এভারগ্রিন কয়েকজন সদস্য৷ পঞ্চায়েতমন্ত্রী বাড়ি ফেরায় তাঁরাও যথেষ্ট খুশি৷ সুব্রতবাবুর আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায় জানান, সুব্রতবাবু আগের থেকে ভাল আছেন৷ আদালতের সবরকম নির্দেশ মেনেই তাঁরা চলবেন৷
advertisement
অন্যদিকে কামারহাটির বিধায়ক মদন মিত্রের শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল হলেও এখনও তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়ে গিয়েছে৷ ফুসফুসের সংক্রমণও পুরোপুরি সারেনি৷ মাঝমধ্যে অক্সিজেনও দিতে হচ্ছে কামারহাটির বিধায়ককে৷ ফলে আরও দু'- একদিন হাসপাতালে রেখে তাঁকে ছুটি দিতে পারেন চিকিৎসকরা৷ এ দিন দু' একবার নিজের কেবিনের বাইরে উডবার্ন ব্লকের বারান্দাতে অল্প পায়চারিও করতে দেখা যায় মদন মিত্রকে৷
advertisement
এ দিনই সুপ্রিম কোর্টে নারদ মামলায় চার নেতাকে গৃহবন্দি করার বিরোধিতায় করা নিজেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছে সিবিআই৷ ফলে মামলা ফিরে এসেছে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চেই৷ আগামিকাল, বুধবার সেই হাইকোর্টে ফের নারদ মামলার শুনানি রয়েছে৷ ঘূর্ণিঝড় ইয়াসের জন্য শুনানি বাতিল হলে তা বৃহস্পতিবার হওয়ার কথা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সুব্রতও, এসএসকেএম-এ রইলেন শুধু মদন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement