হোম /খবর /কলকাতা /
'ভোট বেশি পড়েছে মানে আমরা থাকছি', প্রথম দফা নিয়ে দাবি সুব্রতর

West Bengal Assembly Election Phase 1: 'ভোট বেশি পড়েছে মানে আমরা থাকছি', প্রথম দফা নিয়ে দাবি সুব্রতর

সুব্রত মুখোপাধ্যায়৷

সুব্রত মুখোপাধ্যায়৷

প্রথম দফায় রাজ্যের তিরিশটি আসনে ভোট গ্রহণ হচ্ছে৷ সকাল থেকেই ভোট দানের হার ছিল যথেষ্ট ভাল৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: ভোট দানের হার বেশি হওয়ায় খুশি শাসক দল৷ এ দিন সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী এবং প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়ের দাবি, ভোট যত বেশি পড়বে ততই তা শাসক দলের পক্ষে যাবে৷ বরং ভোটদানের হার কম হলেই তা তৃণমূলের চিন্তার কারণ হত বলে দাবি সুব্রতবাবুর৷

প্রথম দফায় রাজ্যের তিরিশটি আসনে ভোট গ্রহণ হচ্ছে৷ সকাল থেকেই ভোট দানের হার ছিল যথেষ্ট ভাল৷ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বেলা তিনটে পর্যন্ত এ রাজ্যে ভোটদানের গড় হার ৭০.১৭ শতাংশ৷ ভোট দানের হার বেশি হওয়ায় অবশ্য যথেষ্ট খুশি শাসক দল৷ সুব্রত মুখোপাধ্যায় বলেন, 'যত বেশি ভোট পড়বে আমরা বলব ভোট ভাল হচ্ছে৷ যত বেশি ভোট পড়বে তা শাসক দলের পক্ষে যাবে৷ ইতিহাস বলছে ভোটদানের হার যে ভোটগুলিতে কমেছে, শাসক দলের ক্ষতি হয়েছে৷ আমরা দশ বছর শাসন করেছি৷ ৪০-৫০ শতাংশ ভোট পড়লে আমরা ধরেই নিতাম হেরে গিয়েছি৷ কিন্তু ভোটদানের হার যখন ৮০ শতাংশের দিকে যাচ্ছে তার মানে আমরা থাকছি৷'

প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলায় ভোটগ্রহণ চলছে৷ তার মধ্যে জঙ্গলমহলের একটা বড় অংশে ভোট নেওয়া হচ্ছে৷ ভোট গ্রহণ চলছে পূর্ব মেদিনীপুরেও৷ প্রথম দফায় যে এলাকাগুলিতে ভোট চলছে, সেখানে ভাল ফল করাটা তৃণমূলের কাছে কঠিন চ্যালেঞ্জ৷ কারণ লোকসভা নির্বাচনে গোটা জঙ্গলমহলেই একপেশে দাপট দেখিয়েছিল বিজেপি৷ আবার তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরে শিবির বদল করেছে অধিকারী পরিবার৷ সকাল থেকেই একাধিক জায়গায় তৃণমূলের সঙ্গে বচসা, হাতাহাতিতে জড়িয়েছেন বিজেপি কর্মীরা৷ এমন কি, বিজেপি-র বিরুদ্ধে নানা অভিযোগে সরব হয়েছে শাসক দল৷ তবে ভোটগ্রহণ পর্বের শেষ বেলায় ভোটদানের হার দেখেই আশ্বস্ত হচ্ছে তৃণমূল নেতৃত্ব৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Subrata Mukherjee, TMC, West Bengal Assembly Election