বিজেপির ডাকা বনধ মোকাবিলায় কড়া অবস্থান রাজ্য সরকারের, রাস্তায় নামবে অতিরিক্ত বাস, ট্রাম
Last Updated:
বুধবার বিজেপির ডাকা বনধ মোকাবিলায় কড়া অবস্থান রাজ্য সরকারের। ওইদিন রাস্তায় নামবে অতিরিক্ত বাস, ট্রাম। অশান্তি পাকালে কড়া ব্যবস্থা নেবে পুলিশ।
#কলকাতা: বুধবার বিজেপির ডাকা বনধ মোকাবিলায় কড়া অবস্থান রাজ্য সরকারের। ওইদিন রাস্তায় নামবে অতিরিক্ত বাস, ট্রাম। অশান্তি পাকালে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। এদিকে, বনধকে অবৈধ ঘোষণার দাবি ও ইসলামপুরে গুলি চালানোর নিরপেক্ষ তদন্তের দাবিতে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হল।
ইসলামপুরের দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদ। বুধবার বাংলা বনধের ডাক দিয়েছে্ বিজেপি। সেই বনধ মোকাবিলায় কড়া অবস্থান নিচ্ছে রাজ্য। এই নিয়ে সোমবার নবান্নে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে বসে মন্ত্রিগোষ্ঠী। বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায় মানুষকে নির্ভয়ে রাস্তায় বেরোনর আহ্বান জানান।
বুধবার রাস্তায় বেরিয়ে কারও যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য অতিরিক্ত বাস, ট্রাম, জলযান চালাবে পরিবহণ দফতর। বনধ মোকাবিলায়-
advertisement
advertisement
-পথে থাকবে ৪ হাজার সরকারি বাস
-অন্যদিনের তুলনায় ৮০০ বাস বেশি থাকবে
-শিয়ালদহ, হাওড়া, বিমানবন্দরে অতিরিক্ত বাস
-কলকাতায় অতিরিক্ত ৫০টি ট্রাম চলবে
-কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় থাকছে বাড়তি জলযান
-৪৫টি অতিরিক্ত জলযান চলবে
-গাড়ি ভাঙচুরে থাকছে বিমার ব্যবস্থা
advertisement
-প্রত্যেক জেলা ও কলকাতায় কন্ট্রোল রুম থাকবে
বনধের দিন কোনও সরকারি কর্মী অফিসে গরহারিজ থাকলে বা অর্ধেক ছুটি নিলে, তাঁর বেতন ও ছুটিতে কোপ পড়বে। বনধের আগের ও পরের দিনও ছুটি নেওয়া চলবে না। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর।
বিজেপির বনধকে অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার তার শুনানির সম্ভাবনা। পাশাপাশি, ইসলামপুরে গুলি চালানোর ঘটনায় নিরপেক্ষ তদন্ত বা বিচারবিভাগীয় তদন্তের দাবিতে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
advertisement
চলতি সপ্তাহেই হাইকোর্টে গুলি চালানোর মামলায় শুনানির সম্ভাবনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2018 7:17 PM IST