প্রথম-অষ্টম শ্রেণিতে নতুন বিষয় অন্তর্ভুক্তি, সিলেবাস নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত

Last Updated:

স্কুল সিলেবাসে নতুন বিষয়ের অন্তর্ভুক্তি নিয়েও এবার সংঘাতে কেন্দ্র ও রাজ্য। প্রথম থেকে অষ্টম শ্রেণির সিলেবাসে মানবসম্পদ

#কলকাতা: স্কুল সিলেবাসে নতুন বিষয়ের অন্তর্ভুক্তি নিয়েও এবার সংঘাতে কেন্দ্র ও রাজ্য। প্রথম থেকে অষ্টম শ্রেণির সিলেবাসে মানবসম্পদ উন্নয়নমন্ত্রক যে বিষয়গুলির অন্তর্ভুক্তি চায়, রাজ্য তা মানতে নারাজ। স্কুল শিক্ষা দফতরের দাবি, কেন্দ্রের প্রস্তাবিত পাঠ্যক্রম এরাজ্যের পড়ুয়াদের নিরিখে সর্বতোভাবে প্রয়োগ করায় সমস্যা রয়েছে।
বার্ষিক পরীক্ষা শেষ। এবার নতুন শিক্ষাবর্ষে, নতুন ক্লাস শুরুর পালা। নতুন ক্লাসের সিলেবাসে কি নতুন বিষয় থাকছে? পড়ুয়াদের এই জল্পনার মাঝেই কেন্দ্র-রাজ্য সংঘাত। সিলেবাসে নতুন কিছু অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে। সম্প্রতি মানবসম্পদ উন্নয়নমন্ত্রক প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন ক্লাসের পাঠ্যক্রমে বেশ কিছু বিষয় অন্তর্ভুক্তির জন্য রাজ্যের মতামত চেয়ে পাঠায়। এনসি ইআরটি তাদের একশ ষোলো পাতার লার্নিং আউটকাম নামের খসরা প্রস্তাবে বেশ কিছু নতুন বিষয়কে আপার প্রাইমারির সিলেবাসে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে। লার্নিং আউটকামের খসরার প্রস্তাব--
advertisement
কেন্দ্রের প্রস্তাবিত সিলেবাস
advertisement
সপ্তম শ্রেণির জন্য
-- জাতীয় বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি পদক্ষেপ
-- ট্যাক্স ব্যবস্থা কী
অষ্টম শ্রেণির জন্য
-- শিক্ষার অধিকার আইন কী
-- আইন কীভাবে তৈরি হয়
-- কীভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে হয়
-- বিচারব্যবস্থা কী
-- ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স কী
কেন্দ্রের এই প্রস্তাব নিয়ে একাধিকবার আলোচনায় বসে সিলেবাস কমিটি ও মধ্য শিক্ষা পর্ষদ। চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেনও, স্কুল শিক্ষা দফতরের দাবি, খসরায় প্রস্তাবিত বিষয়গুলি আরও উঁচু ক্লাসের পাঠ্য বিষয় হতে পারে।
advertisement
রাজ্যের আপত্তি
-- বহু বিষয়ই প্রথম-অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য কঠিন
-- বেশ কিছু বিষয় অপ্রাসঙ্গিক, এখনই তা জানার প্রয়োজন নেই
-- রাজ্যের নিরিখে পড়ুয়াদের কাছে তা কতটা বাস্তবিক তা পর্যালোচনার প্রয়োজন
-- শহর ও গ্রামের ছাত্রছাত্রীরা তা কতটা গ্রহণ করতে পারবে তা বিচার করা প্রয়োজন
কেউ কেউ বলছেন, নোট বাতিলের মতোই প্রতিবাদের আঁচ পড়েছে সিলেবাস অন্তর্ভুক্তিতেও। আর তার জেরে কেন্দ্রের প্রস্তাবিত পাঠ্যক্রমের বেশিরভাগেই আপত্তি তুলে সংঘাত আরও স্পষ্ট হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রথম-অষ্টম শ্রেণিতে নতুন বিষয় অন্তর্ভুক্তি, সিলেবাস নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement