#কলকাতা: স্কুল সিলেবাসে নতুন বিষয়ের অন্তর্ভুক্তি নিয়েও এবার সংঘাতে কেন্দ্র ও রাজ্য। প্রথম থেকে অষ্টম শ্রেণির সিলেবাসে মানবসম্পদ উন্নয়নমন্ত্রক যে বিষয়গুলির অন্তর্ভুক্তি চায়, রাজ্য তা মানতে নারাজ। স্কুল শিক্ষা দফতরের দাবি, কেন্দ্রের প্রস্তাবিত পাঠ্যক্রম এরাজ্যের পড়ুয়াদের নিরিখে সর্বতোভাবে প্রয়োগ করায় সমস্যা রয়েছে।
কেন্দ্রের প্রস্তাবিত সিলেবাসসপ্তম শ্রেণির জন্য
-- জাতীয় বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি পদক্ষেপ-- ট্যাক্স ব্যবস্থা কীঅষ্টম শ্রেণির জন্য-- শিক্ষার অধিকার আইন কী-- আইন কীভাবে তৈরি হয়-- কীভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে হয়-- বিচারব্যবস্থা কী-- ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স কীকেন্দ্রের এই প্রস্তাব নিয়ে একাধিকবার আলোচনায় বসে সিলেবাস কমিটি ও মধ্য শিক্ষা পর্ষদ। চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেনও, স্কুল শিক্ষা দফতরের দাবি, খসরায় প্রস্তাবিত বিষয়গুলি আরও উঁচু ক্লাসের পাঠ্য বিষয় হতে পারে।
রাজ্যের আপত্তি-- বহু বিষয়ই প্রথম-অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য কঠিন-- বেশ কিছু বিষয় অপ্রাসঙ্গিক, এখনই তা জানার প্রয়োজন নেই-- রাজ্যের নিরিখে পড়ুয়াদের কাছে তা কতটা বাস্তবিক তা পর্যালোচনার প্রয়োজন-- শহর ও গ্রামের ছাত্রছাত্রীরা তা কতটা গ্রহণ করতে পারবে তা বিচার করা প্রয়োজন
কেউ কেউ বলছেন, নোট বাতিলের মতোই প্রতিবাদের আঁচ পড়েছে সিলেবাস অন্তর্ভুক্তিতেও। আর তার জেরে কেন্দ্রের প্রস্তাবিত পাঠ্যক্রমের বেশিরভাগেই আপত্তি তুলে সংঘাত আরও স্পষ্ট হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ETV News Bangla, School, Syllabus Change