SSKM Hospital: ৯ কোটি টাকার রোবট করল সফল অপারেশন, দেশের মধ্যে রেকর্ড গড়ল এসএসকেএম হাসপাতাল! মাত্র ৩৫ মিনিটেই অপারেশন, গরীব-মধ্যবিত্তের জন্য এবার দারুণ সুযোগ
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
SSKM Hospital: এই অপারেশনের জন্য নতুন অপারেশন থিয়েটার গড়ে তোলা হয়েছে এসএসকেএম-এ।
কলকাতা: প্রবল দুর্যোগের মধ্যেও সফল রোবোটিক অপারেশন। পূর্ব ভারতের মধ্যে প্রথম সরকারি হাসপাতালে রোবোটিক অস্ত্রপচার হল এসএসকেএম হাসপাতালে। বাইরে এক হাঁটু জল, তার মধ্যেও মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের রানিনগরের বাসিন্দা এক মহিলার গলব্লাডার স্টোনের অপারেশন হল।
চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার এবং চিকিৎসক সিরাজ আহমেদের তত্ত্বাবধানে এই অপারেশন হয়। ৩৫ মিনিটের অপারেশন প্রক্রিয়া শেষ করে ৩.২ মিলিমিটারের পাথর বের করা হয়। সম্প্রতি ৯ কোটি টাকা খরচ করে এই অত্যাধুনিক রোবট বসানো হয় এসএসকেএম হাসপাতালে।
advertisement
advertisement
এই অপারেশনের জন্য নতুন অপারেশন থিয়েটার গড়ে তোলা হয়েছে এসএসকেএম-এ। চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত বছর জুনেই প্রশিক্ষণ শেষ হয়। হাসপাতালের নতুন ওপিডি ভবনে রোবোটিক সার্জারি ইউনিট গড়ে তোলা হয়েছে। আগস্ট থেকে হাসপাতালের জেনারেল সার্জারি, ইউরোলজি ও স্ত্রীরোগ বিভাগের রোগীরা সুবিধা পাবেন। ধাপে ধাপে অর্থোপেডিক্স, নিউরোসার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, কার্ডিওথোরাসিক সার্জারি, প্লাস্টিক সার্জারি বিভাগের রোগীদের জন্য রোবোটিক সার্জারির সুবিধা চালু করা হবে।
advertisement
রোবোটিক সার্জারি করার জন্য বিশেষ দল গড়া হয়েছে। তাতে জেনারেল সার্জারি, ইউরোলজি ও স্ত্রীরোগ বিভাগের থেকে ২ জন করে অধ্যাপক চিকিৎসক, ২ জন ওটি ট্রেনার ও সিনিয়র নার্সদের রাখা হয়েছে। ভবিষ্যতে জুনিয়র চিকিৎসকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্যর স্বাস্থ্য দফতরের আধিকারিকদের আশা আগামী ৫ বছরের মধ্যে রোবোটিক সার্জারিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২০০-৩০০ সরকারি হাসপাতালের সার্জন তৈরি করা সম্ভব হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2025 12:47 PM IST