শুনানির আগেই হাইকোর্ট থেকে চুরি নথি, টেট ও সিভিক ভলান্টিয়ার মামলায় কি প্রভাব পড়বে জানেন?

Last Updated:
#কলকাতা: হাইকোর্টের আইনজীবীর চেম্বারে দুঃসাহসিক চুরি। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাশগুপ্তের চেম্বার থেকে চুরি গিয়েছে সিভিক ভলান্টিয়ার, এসএসসি, টেটের মতো গুরুত্বপূর্ণ মামলার নথি। উধাও প্রায় দেড় লক্ষ টাকা। মামলা ভেস্তে দিতেই কি চুরি? আশঙ্কা আইনজীবীদের।
সমাজের নানা অপরাধের বিচার হয় আদালতে। সওয়াল করেন আইনজীবীরা। এবার সেই আইনজীবীদের চেম্বারেই বড়সড় চুরি। হাইকোর্ট লাগোয়া ১০ নম্বর কিরণশঙ্কর রায় রোডের এই বাড়িতেই আইনজীবীদের চেম্বার রয়েছে। শুক্রবার এখানেই আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাশগুপ্তের চেম্বার থেকে চুরি যায় গুরুত্বপূর্ণ নথি ও টাকা।
একই বাড়িতে বেশ কয়েকজন আইনজীবীর চেম্বার। তাহলে কী কারণে শুধুমাত্র বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাশগুপ্তের চেম্বারেই চুরির ঘটনা ঘটল? চাঞ্চল্যকর অভিযোগ আইনজীবীদের।
advertisement
advertisement
মামলা ভেস্তে দিতে চুরি?
- চেম্বারে ছিল টেট, এসএসসি, সিভিক ভলান্টিয়ার মামলার ফাইল
- (যে) টেট মামলার দিকে তাকিয়ে সরকার ও রাজ্যবাসী
- সিভিক ভলান্টিয়ার মামলা প্রথমে বেগ পেতে হয় সরকারকে
- পরে (অবশ্য) জয়ী হয় সরকারই
advertisement
- দুই আইনজীবীই এই গুরুত্বপূর্ণ মামলা লড়ছিলেন
- গুরুত্বপূর্ণ মামলার ফাইল থেকে নথি চুরি (গিয়েছে)
- (এমনকি) বৃহস্পতিবারই টেট সার্টিফিকেট সংক্রান্ত মামলার শুনানি ছিল
ফলে তার আগে চুরি ঘটনা তুলে দিচ্ছে অনেক প্রশ্ন। চুরির তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। দারোয়ান ও সুইপারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিরণশঙ্কর রায় রোডের এই বাড়িতে হাইকোর্টের আইনজীবীদের চেম্বার ছাড়াও কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল কৌশক চন্দের চেম্বারও রয়েছে। ফলে এদিনের চুরির ঘটনা, নিরাপত্তার প্রশ্নও তুলে দিল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শুনানির আগেই হাইকোর্ট থেকে চুরি নথি, টেট ও সিভিক ভলান্টিয়ার মামলায় কি প্রভাব পড়বে জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement